সমাজ কল্যাণ ও কমিউনিটি উন্নয়ন, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রতিবেশগত সংরক্ষণ ও উন্নয়ন এবং আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়ন- এসমস্ত লক্ষ্য অর্জনে কারিতাস বাংলাদেশ উল্লেখযোগ্য যে কাজ বাস্তবায়ন করছে তারমধ্যে- সমাজ ও কমিউনিটি উন্নয়ন সভা, সেমিনার, কারিগরি ও দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ, কর্মসংস্থান ও আত্ম-কর্মসংস্থানে সহায়তা, শিক্ষায় আর্থিক ও উপকরণ সহায়তা, ত্যাগ ও সেবাকাজে অভিযান কর্মসূচি, জৈব কৃষিতে সহায়তা, পানি ও পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি চর্চায় সহায়তা, বন্যা ও খরা মোকাবেলায় জনগণকে শক্তিশালীকরণ, আদিবাসীদের আর্থ-সামাজিক ও সাংগঠনিক দিকের উন্নয়ন ইত্যাদি। এতসব কাজের পাশাপাশিও কারিতাস বছরে একবার তাঁদের কর্মী/কর্মকর্তাসহ পরিবারের সকল সদস্য-সদস্যাদের নিয়ে একসঙ্গে মিলিত হন। উদ্দেশ্য পারিবারিক বন্ধনের ন্যায় একে অপরের সাথে পরিচিতি হওয়া, পরস্পর-পরস্পরকে গঠনে সহায়তা করা এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে জীবনযাপন করা। আর চলতি বছরে এ দিবস উদযাপনের মূলসুর নির্ধারণ করা হয়- “যত্ন ও ভালবাসায় আমাদের পরিবার”। এ মূলসুরকে সামনে রেখে সীমান্তে অবকাশ ক্যান্টিন, পদ্মারপাড়, রাজশাহীতে অনুষ্ঠিত হলো এবারের কারিতাস পরিবার দিবস ২০১৯। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার পল গমেজ, সদস্য, সাধারণ ও কার্যনির্বাহী বোর্ড, কারিতাস বাংলাদেশ এবং সভাপতিত্ব করেন মি. সুক্লেশ জর্জ কস্তা, ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক, কারিতাস রাজশাহী অঞ্চল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার উইলিয়াম মুর্মু, চ্যাপ্লেইন, কারিতাস রাজশাহী অঞ্চল; ফাদার বিকাশ এইচ. রিবেরু এবং জনাব মো. আব্দুস সামাদ মন্ডল সদস্য, আঞ্চলিক পরিকল্পনা ও মূল্যায়ন কমিটি, কারিতাস রাজশাহী অঞ্চল। এছাড়া কারিতাস রাজশাহী আঞ্চলিক অফিসের সকল কর্মী/কর্মকর্তাসহ তাঁদের পরিবারের সদস্য-সদস্যাসহ প্রায় ১৫০ জন।
দিবস উদযাপনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে অন্যতম ছিল- কারিতাস পরিবারের কর্মী/কর্মকর্তাদের যেসব সন্তানরা পিইসিই, জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষায় বিগত ২০১৭ ও ২০১৮ খ্রিস্টাব্দে জিপিএ ৫ প্রাপ্ত এবং বিভিন্ন পাবলিক বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত ছেলেমেয়েদের অনুষ্ঠানে সংবর্ধনা সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা স্মারক প্রদান করা হয় অতিথিদেরও। এছাড়া শিল্পকলা, সাহিত্য ও সাংস্কৃতিক কমর্কান্ডের মধ্যে ছিল চিত্রাংকন, বিস্কুট দৌড়, বুদ্ধির খেলা, বল পাস, বালিশ ছোড়া, বেলুন ফাঁটানো, হাড়িভাঙ্গা, আবৃতি, ছড়া, গল্পবলা ইত্যাদি। এছাড়া ছিল মূলসুরের উপর আলোচনা ও অনুধ্যান।
পরিবার দিবসে উপস্থিত বক্তারা বলেন, পরিবার পৃথিবীর অস্তিত্ব। এ জগতে যা কিছু ভাল, যা কিছু মহৎ তার সবই এসেছে পরিবার থেকে। যে পরিবারে প্রকৃত ভালবাসা রয়েছে সে পরিবারে যত্নের কোন সীমা নেই। কারণ ভালবাসা আমাদের সত্ত্বায় লুকিয়ে রয়েছে। আমরা প্রত্যেকেই পরিবারেই ফসল। সুতরাং পরিবারকে ভালবেসে আমরা যেন কারিতাসের যে সেবাকাজ তা সুন্দরভাবে এবং দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে যেন বাস্তবায়ন করে যেতে পারি।
পরিশেষে মি. সুক্লেশ জর্জ কস্তা, ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক এবং অনুষ্ঠানের সভাপতি উপস্থতি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কারিতাসের প্রেম, দয়া, মায়া ও ভালবাসা অক্ষুণ্ন রেখে কার্যক্রম বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।
রাজশাহীতে উদযাপিত হলো কারিতাস পরিবার দিবস
Please follow and like us: