গত ২৮ জুলাই ২০২৩ মথুরাপুর সাধ্বী রীতার ধর্মপল্লীর পালকীয় পরিষদের সম্মানিত সদস্য-সদস্যাদের নিয়ে এক আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। এ দিন সকাল ৭:০০ টায় মথুরাপুর ধর্মপল্লীর ২ জন ফাদার, ৪ জন সিস্টার ও পালকীয় পরিষদের মোট ১৬ জন সদস্য-সদস্যা নিয়ে মথুরাপুর থেকে বাস যোগে রওনা দিয়ে সকাল ৮:১৫ মিনিটে নাটোরের লালপুর গ্রীণ ভ্যালী পার্ক পরিদর্শন করা হয়।
গ্রীন ভ্যালী পার্ক পরিদর্শনের পর দুপুর ১২ টায় সকলে রাজশাহী ক্যাথিড্রাল ধমপল্লীতে আগমন করেন। সেখানে ফাদারগণ তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। ক্যাথিড্রাল গীর্জা, ধর্মপল্লী চত্বর ও
স্নেহনীড় হাউজের প্রতিবন্ধী ভাই-বোনদের পরিদর্শন করে দুপুর ১:৩০ মিনিটে তারা সুরশুনিপাড়া ধর্মপল্লীতে গমন করেন। সেখানেও ফাদারগণ তাদেরকে শুভেচ্ছা জানান। ধর্মপল্লীর গীর্জা ও প্রতিষ্ঠানসমূহ পরিদর্শনের পর তারা সেখানে দুপুরের আহার করেন। এরপর তারা বিকাল ৪:০০ টায় নবাই বটতলা ধর্মপল্লীতে গেলে সেখানকার ফাদার-সিস্টার ও ভক্তজনগণ তাদেরকে অভ্যর্থনা জ্ঞাপন করেন।
পরিশেষে তারা সেখান থেকে রাজশাহী শহরের নিকটবর্তী পদ্মানদীর পাড়ে কিছুক্ষণ সময় অতিবাহিত করে রাত ৯:০০ টায় মথুরাপুর ধর্মপল্লীতে ফিরে আসেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার উত্তম রোজারিও