গত ৫ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দে রাজশাহী ধর্মপ্রদেশের ন্যায় ও শান্তি কমিশন এবং পরিবার জীবন কমিশন এর আয়োজনে সুরশুনিপাড়া ধর্মপল্লীতে পিতা-মাতাদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়। ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম হতে পিতা- মাতাগণ অংশগ্রহণ করেন। সেমিনারের শুরুতে ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার প্রদীপ কস্তা সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। ন্যায় ও শান্তি কমিশনের আহ্বায়ক ফাদার সাগর কোড়াইয়া এই সেমিনারের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সহভাগিতা করেন।
মি: বেনেডিক্ট মুর্মু তার সহভাগিতায় বলেন, পিতা-মাতাগণই পরিবারে মিলন ও সুখ-শান্তি বজায় রাখতে পারেন । তাই পরিবারে শান্তি ও মঙ্গলের জন্য পিতা-মাতাদের আরও দায়িত্বশীল হতে হবে।
ফাদার পল কস্তা বলেন, প্রতিদিন পরিবারে প্রার্থনা করার মাধ্যমে আমরা শয়তানের প্রলোভনকে জয় করতে পারি এবং সন্তানদের নিয়ে একটি সুন্দর পরিবার গঠন করতে পারি।
শেষে পাল-পুরোহিতের ধন্যবাদ জ্ঞাপন ও দুপুরের আহারের মধ্যদিয়ে সেমিনার পরিসমাপ্তি হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার সুরেশ পিউরীফিকেশন