গত ৬ আগস্ট বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মঙ্গলানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনপাড়া ধর্মপল্লীর পাল-পুরোহিত ও গভর্নিং বডির সভাপতি শ্রদ্ধেয় ফাদার দিলীপ এস কস্তা, আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শাখার ইনচার্জ ফাদার পিউস গমেজ, সহকারী অধ্যাপকবৃন্দ, প্রভাষকগণ, একাদশ শ্রেণির ও বিদায়ী ছাত্র – ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিন্সিপাল ড. ফাদার শংকর ডমিনিক গমেজ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে ফাদার শংকর ডমিনিক গমেজ বলেন, “তোমরা আজ যারা বিদায় নিচ্ছ তোমাদের জন্য আজকে এই আয়োজন। আমি আসার পর থেকে চেষ্টা করছি আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়ার জন্য যেন এই দিনটি তোমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকে। তোমাদের আজকে আমরা বিশ্ব দরবারে ছেড়ে দিচ্ছি। এতদিন আমাদের প্রভাষকগণ তোমাদের পরিপক্ক করে তুলেছেন তাই আজ সকল শিক্ষককে ধন্যবাদ জানাও। পরীক্ষায় ভালো রেজাল্ট করো এবং ভালো ভার্সিটিতে ভর্তি হয়ে দেশের ভাবমূর্তি উজ্জল করো এটাই আমাদের প্রত্যাশা।”
গভর্নিং বডির কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি মোঃ আবু রায়হান বলেন,” তোমাদেরকে আমি বলি না সবাই জিপিএ-৫ পাও। তবে তোমরা ভালো জায়গায় যাও। কারণ আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েও অনেক ভালো কিছু করা যায়। তোমরা ভালো করো এটাই আমরা চাই।”
মাধ্যমিক শাখার ইনচার্জ ফাদার পিউস গমেজ বলেন, ” ইদানিং কলেজ ranking নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে তবে সেটা বড় বিষয় নয় তোমার জীবনের ranking কোথায়? সেটা বড় বিষয়।”
ফাদার দিলীপ এস কস্তা বলেন,“বিদায় অনেক সময় কষ্টের তবে এটা আমাদের জন্য ভালো কিছু দান করেন। এ ধাপের পরেই শুরু হবে তোমাদের উচ্চ শিক্ষা। যে যত ভালো করবে সে তত ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। তোমাদের জন্য রইল অনেক অনেক শুভ কামনা, তোমরা ভালো করো।”
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে ডানিয়েল লর্ড রোজারিও বলেন, “এই কলেজ থেকে গত ১.৫ বছরে আমরা অনেক কিছু পেয়েছি। এত অভিজ্ঞ ও অমায়িক শিক্ষকদের স্পর্শ পেয়ে নিজেকে আমি ধন্য মনে করি। ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র হিসেবে এ বিভাগের সকল শিক্ষকের সংস্পর্শে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করি। আপনাদের কখনো ভুলতে পারব না। সবকিছুর জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা।”
পরে একসাথে মধ্যাহ্ন ভোজ, আশীর্বাদ ও বিদায়ী শুভেচ্ছা জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বরেন্দ্রদূত রিপোর্টার : লর্ড রোজারিও