ফা: উজ্জ্বল সামুয়েল রিবেরু

ঈশ্বর ভালোবেসে মানুষকে সৃষ্টি করেছেন; এক ও অভিন্ন সত্ত্বা দিয়ে গড়েছেন। তাই কেউ কালো, কেউ বা ফর্সা, কেউ লম্বা, কেউ বা খাটো, কেউ দেশী, কেউ বিদেশী, কেউ বাঙ্গালী আবার কেউ আদিবাসী। তবে আমরা সবাই মানুষ এটাই সত্য। আমাদের গায়ের রং, উচ্চতা, ভাষা, দেশ এগুলোর উপর আমাদের মানুষ হিসেবে পরিচিতি নির্ভর করে না। কারণ আমাদের সবার ভেতরে ঈশ্বরে দেওয়া একটি আত্মা, একটি দেহ আছে; আছে প্রাণশক্তি। যার মধ্যকার রয়েছে দেহ, মন ও আত্মার মিলন। আমাদের সবারই হাত আছে, পা আছে, কান আছে, মুখ আছে এমনকি সবার শরীর কাটলে লাল রক্তই বের হয়।

আমরা সবাই মানুষ, আমাদের সবার সমান মর্যাদা ও অধিকার আছে; কারণ বাহ্যিক অবয়ব ও দেহ, মন ও আত্মা মিলন দ্বারাই প্রমাণিত হয় যে মানুষ সত্য, আমরা সবাই এক এবং ঈশ্বরের প্রিয়জন। তাই আমাদের মধ্যে কোন ভেদা-ভেদ থাকা উচিত নয়। আদিবাসী বলে অন্যকে হেয় করারও উচিত নয়; আমাদের মধ্যে কোন তফাৎ থাকাও উচিত নয়। বরং একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে সকলকে ভালোবাসা উচিত।

আমি আদিবাসীদের ভালোবাসি। কারণ আমার বন্ধু মহলে বেশির ভাগ মানুষই আদিবাসী। সপ্তম শ্রেণী পাস করে যখন সেমিনারী যাত্রা শুরু করি তখন থেকেই আদিবাসীদের সাথে ঘনিষ্ঠ বন্ধত্ব শুরু হয়। শুরু হয় পারস্পারিক চেনা জানা ও উঠা বসা। সেমিনারীয়ান সূত্রেই শুরু হয় প্রত্যেকের পরিবারে যাতায়াত ও অন্যদের সাথে সুসম্পর্ক। মাদলের তালে নাচতে ভালো লাগে; ভালো লাগে আদিবাসী গানের সাথে সুর মেলাতে। জীবনে কখনো ভাবিনি আদিবাসী মানুষ কোন আলাদা মানুষ বরং সমান মর্যাদায় তাদের কাছে টেনে নিয়েছি।

আদিবাসীদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে যা তাদের নিজস্ব সত্ত্বার পরিচয় বহন করে। আদিবাসী বাদ্যযন্ত্রের তালে সকলে একসূত্রে নৃত্য ও গান যেন মিলন ও একতার প্রকাশ। যা সত্যিই মনকে পুলকিত করে; যা তাদের জীবনের সৌন্দর্য্য। শুধু মাত্র ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালন করা যেন না হোক বরং প্রতিটি দিনই হোক আদিবাসীদের দিন। যারা দুঃখ- কষ্টে রয়েছে তাদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে এবং মনুষ্য মর্যাদা প্রদান করাই হোক আমাদের সকলের অঙ্গীকার। আজকের এই দিনে সকল আদিবাসীদের বলতে চাই, মানুষ সত্য; ভালোবাসি আদিবাসীদের।

Please follow and like us: