গত ১৪ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দে আন্ধারকোঠা ধর্মপল্লীতে পালন করা হয় শহীদ ফাদার আঞ্জেলো মাজ্জনী পিমের ৫১তম মৃত্যুবার্ষিকী। ১৩ আগস্ট সন্ধ্যায় প্রয়াত ফাদারের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। ১৪ আগস্ট শহীদ ফাদার আঞ্জেলো মাজ্জনী পিমের স্মরণে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন আন্ধারকোঠা ক্যাথলিক চার্চের সহকারী পাল-পুরোহিত ফাদার সাগর এন্ড্রু কোড়াইয়া।
তিনি খ্রিস্টযাগে তার উপদেশে ফাদার শহীদ ফাদার আঞ্জেলো মাজ্জনীর জীবনের কিছু নৈতিক গুণাবলী সম্পর্কে বলেন এবং তিনি সকলকে অনুপ্রাণিত করেন তার জীবনাদর্শ অনুসরণ করতে। তিনি মৃত্যু সম্পর্কে বলতে গিয়ে আরো বলেন, আমরা যখন মৃত্যুর জন্য অপ্রস্তুত থাকি তখনই কেবল আমরা মৃত্যুকে ভয় পাই কিন্তু যখন মৃত্যুর জন্য প্রস্তুত থাকি, যখন আমরা ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবন-যাপন করি তখন আমরা মৃত্যুকে বরণ করতে দ্বিধাবোধ করিনা। খ্রিস্টযাগ শেষে উপস্থিত সকল খ্রিস্টভক্ত ফাদারের কবরে ফুল এবং মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
ফাদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবছরও আন্ধারকোঠা টাইগার স্পোর্টিং ক্লাব আয়োজন করে শহীদ ফাদার আঞ্জেলো মাজ্জনী ৫১তম স্মৃতি টুর্নামেন্ট ২০২৩ খ্রিস্টাব্দ। এতে অংশগ্রহণ করে মোট ৩২ টি দল। চূড়ান্ত খেলা শেষে ফ্রেন্ড সার্কেল বনাম গোপালপুর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এবং গোপালপুর ২-০ গোলে বিজয় অর্জন করে। উল্লেখ্য যে, এ টুর্নামেন্টে প্রায় ৫-৬ হাজারের বেশি ফুটবলপ্রেমী মানুষ খেলা উপভোগ করতে আন্ধারকোঠা মিশন মাঠে জড়ো হয়। খেলা সম্পর্কে ক্লাবের সভাপতি মি: বাদল বিশ্বাস বলেন, এই টুর্নামেন্ট শুধু খেলা নয় বরং এ হচ্ছে ফুটবলপ্রেমী মানুষের একটা মিলনমেলা যেখানে হাজারো ফুটলপ্রেমীরা একত্রিত হয়।
খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা মোহনপুর -৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আয়েন উদ্দীন (তিনি তার জরুরী কাজের সম্পূর্ণ সময় থাকতে পারেননি)। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পবা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াজেদ আলী খাঁন সহ ৪নং হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ বজলে রেজভী আল হাসান মঞ্জিল, হরিপুর ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ রজব আলী এবং টুর্নামেন্টের সভাপতি ফাদার প্রেমু রোজারিও’র পক্ষে ফাদার সাগর এন্ড্রু কোড়াইয়াসহ আরো অনেকে।
হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান ফাদার আঞ্জেলো মাজ্জনীর বিষয়ে বলেন, এই ধরনের মানুষ কখনো মরে না তারা বেঁচে থাকে মানুষের অন্তরে, আর এই যে একটা আয়োজন এই ৫১তম স্মৃতি টুর্নামেন্ট এইটা তারই একটি বড় প্রমাণ তবে শুধু খেলা নয় তার আদর্শগুলোকেও আমাদের অন্তরে লালন করতে হবে। পবা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াজেদ আলী খাঁন ফাদার আঞ্জেলো মাজ্জনীসহ দেশের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, আমি হয়তো তাকে সচক্ষে দেখেনি কিন্তু তার প্রতি আপনাদের ভালোবাসার মাধ্যমেই প্রকাশ পায় যে এই মিশনের এই খ্রিস্টান জনগণের জন্য তার অবদান কতোটুকু। ফাদার সাগর এন্ড্রু কোড়াইয়া টুর্নামেন্ট সম্পর্কে বলেন, খেলাধুলা মানুষকে করে পরিশীলিত ও পরিমার্জিত করে।
সকলে বক্তব্য শেষ করে বিজয়ী এবং রানারআপ দলের হতে প্রাইজমানির চেক তুলে দেন ও মেডেল পরিয়ে দেন চেয়ারম্যানসহ মঞ্চে উপস্থিত সকল বিশেষ অতিথীবর্গ। অর্জিত পুরস্কার পেয়ে সব খেলোয়াড় বিজয় উল্লাসে নিজের বাড়ি ফিরে যায়।
বরেন্দ্রদূত রিপোর্টার : বেনেডিক্ট তুষার বিশ্বাস