গত ১৫ আগস্ট, ২০২৩ খ্রি: সাধু পিতর সেমিনারীতে মহাসমারোহে পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও কর্তৃক মা-মারিয়ার গ্রোটো আশির্বাদ ও উদ্বোধন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় ভিকার জেনারেল ফা: ফাবিয়ান মারান্ডী, উন্নয়ন প্রশাসক শ্রদ্ধেয় ফা: উইলিয়াম মুর্মু, সেমিনারির পরিচালক শ্রদ্ধেয় ফা: বিশ্বনাথ ফাউস্তিনো মারান্ডী, আধ্যাত্মিক পরিচালক শ্রদ্ধেয় ফা: সুনীল ডানিয়েল রোজারিও এবং অন্যান্য ফাদারগণ, সিস্টারগণ ও খ্রিস্টভক্তগণ।

গ্রোটোটি “মারিয়া যাজকদের মাতা” নামে আখ্যায়িত করা হয়েছে। কেননা, মারিয়া হলেন যিশু খ্রিস্টের মা। আর যাজকগণ হলেন অপরখ্রিস্ট এবং যিশুর সাক্ষ্য দেওয়ার অঙ্গীকারে জীবন-যাপন ও বাণী প্রচার করে থাকেন। তাই মারিয়া যাজকগণেরও মা।

সেমিনারীর পরিচালক শ্রদ্ধেয় ফা: বিশ্বনাথ মারান্ডী সবাইকে, বিশেষভাবে বিশপমহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং যারা গ্রোটো নির্মাণে শ্রম, পরামর্শ ও আর্থিকভাবে সহায়তা দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে বিশপ জের্ভাস রোজারিওকে তাঁর শুভ জন্মদিন উপলক্ষ্যে কেক কাটার মধ্যদিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার

Please follow and like us: