গত ২৬-২৮ ফেব্রুয়ারি ২০১৯ খ্রিস্টাব্দে, খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো রাজশাহী ধর্মপ্রদেশীয় কাটেখিস্টদের প্রায়শ্চিত্তকালিন নির্জনধ্যান। এই প্রায়শ্চিত্তকালিন নির্জনধ্যানের মূলসুর ছিলো “আধ্যাত্ব সাধনায় উপবাস”। নির্জনধ্যান পরিচালনা করেন মুশরইল সাধু পিতরের ধর্মপল্লী ও সেমিনারীর পরিচালক ফাদার প্রদীপ জে. কস্তা। তিনি তার সহভাগিতায় বলেন, প্রায়শ্চিত্তকাল হচ্ছে সাধনার কাল। তাই সাধনার এই যাত্রায় আমাদের প্রত্যেকে অটুট থাকতে হবে। এই সময়টা হচ্ছে জীবনের চ্যালেঞ্জ গ্রহণের সময়। আর এই চ্যালেঞ্জ হলো আমাদের জীবনের মন্দ দিকের পরিবর্তন করা এবং অন্ধকার হতে আলোতে ফিরে আসার দূঢ় প্রত্যয় গ্রহন করা। তিনি আরো বলেন, আধ্যাত্ব সাধনায় উপবাস হলো যা ঈশ্বর ও মানুষের সাথে সম্পর্ক তৈরীতে পুনরুদ্দারের সহায়তা করে এবং মানুষের সাথে একাত্ন করে তুলে। তাই একজন সাধু বলেছেন, তুমি যদি প্রার্থনা কর, তবে উপবাস কর, যদি তুমি উপবাস কর, তবে দয়ার কাজ কর। এই প্রায়শ্চিত্তকালিন নির্জনধ্যানের মধ্যে ছিলো প্রার্থনা, আরাধনা, পাপস্বীকার ও পবিত্র খ্রিস্টযাগ। এই নির্জনধ্যানের মাধ্যমে কাটেখিস্টগণ তাদের নিজেদেরকে আবিষ্কার করার সুযোগ পেয়েছে এবং প্রত্যেকেই উপলব্দি করেছেন যে, কি ভাবে আমরা যীশুর সাথে একাকী সময় কাটানোর মাধ্যমে প্রভূর নিকট নিজেদেরকে নিবেদন করতে পারি। এতে ধর্মপ্রদেশীয় কাটেখিস্টদের অংশগ্রহনকারীর সংখ্যা ছিলো ৩২ জন।

Please follow and like us: