সাধু পৌলের গির্জা, কাটাডাঙ্গা ধর্মপল্লীতে ২৫-২৬ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ তারিখে দুইদিন ব্যাপী বিশ্বরাণী মারীয়া সংঘের সকল সদস্যাগণ তাদের সংঘের প্রতিপালিকা বিশ্বরাণী মা মারীয়ার পর্ব পালন করেন।
সংঘের সদস্যাগণ প্রথম দিন বিকালের মধ্যেই এসে আধ্যাত্মিক ধ্যান প্রার্থনার মাধ্যমে পর্ব পালন শুরু করেন। দ্বিতীয় দিন পর্বীয় খ্রিস্টযাগ এবং বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনার মাধ্যমে পর্ব উদযাপন সমাপ্ত করেন। পর্বীয় খ্রিস্টযাগে পৌরহিত্য করেন পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও। পর্বীয় খ্রিস্টযাগে ধর্মপল্লীর খ্রিস্টভক্তগণও যোগ দিয়েছিলেন।
খ্রিস্টযাগের পরই বিশপ মহোদয় মারীয়া সংঘের সদস্যাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বিশপ মহোদয় তাঁর বক্তব্যে উল্লেখ করেন, আমাদের দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ নিজ নিজ দায়িত্ব কর্তব্য পালন করেন, এক অপরের সাথে সমন্বয় রাখেন এবং দেহের সাথে যুক্ত থাকেন। ঠিক একই ভাবে আমরাও খ্রিস্টভক্ত হিসেবে যেন আমাদের বিশ্বাসকে দৃঢ় করি, একে অপরকে ভালবাসি, শ্রদ্ধা করি, একতা বজায় রাখি, নিজেদের দায়িত্ব পালন করি এবং বিভিন্ন ভাবে মণ্ডলিতে সক্রিয় অংশগ্রহণ ও ভূমিকা পালন করার মাধ্যমে মণ্ডলির সাথে যুক্ত থাকি। সংঘের সদস্যাদের দায়িত্ব হবে নিজেরা প্রার্থনাশীল হবে এবং অন্যদের জন্য প্রার্থনা করবে। প্রত্যেকে মা মারীয়ার আদর্শকে অনুসরণ করবে।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাঃ সমর দাংগ ও.এম.আই.