আজ ৫ ই সেপ্টেম্বর ( মঙ্গলবার) সকাল ৬ টায় উত্তম মেষপালকের গীর্জায় সাধ্বী মাদার তেরেসার পর্ব উপলক্ষে পর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গ করা হয়।পবিত্র খ্রিস্টযাগে পৌরোহিত্য করেন রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ও ক্যাথিড্রাল ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার ফাবিয়ান মারান্ডী। সহার্পিত খ্রিস্টযাগে উপস্থিত ছিলেন আরো তিনজন যাজক। খ্রিস্টযাগে অংশগ্রহণ করে ধর্মপল্লীতে কর্মরত বিভিন্ন সম্প্রদায়ের সিস্টারগণ ও বিভিন্ন হোস্টেলের শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় খ্রিস্টভক্তগণ।
খ্রিস্টযাগে ঐশবাণী সহভাগিতা করেন ফাদার লিটন ডমিনিক কস্তা। তিনি তাঁর সহভাগিতায় সাধ্বী মাদার তেরেসার জীবনের বিভিন্ন ঘটনা এবং গুণাবলি সম্পর্কে আলোচনা করেন।তিনি বলেন,“খ্রিস্ট সেবার এক জীবন্ত কিংবদন্তী মাদার তেরেসা। তাঁর জীবন তিনি মানুষের সেবা করেই অতিবাহিত করেছেন।মাদার তেরেসা একমাত্র ব্যক্তি যিনি ভালবাসার জন্য নোবেল পুরষ্কার পেয়েছেন। মাদার তেরেসা একজন প্রার্থনাশীল ব্যক্তি ছিলেন। এজন্য তিনি তাঁর সম্প্রদায়ের সিস্টারগণকে প্রার্থনা করতে শিখিয়ে দিয়ে গেছেন।”
তিনি আরো বলেন, ” মাদার তেরেসা আমাদের প্রত্যেকের জন্য একজন ব্যক্তি হতে পারেন। আমরা যদি মাদার তেরেসার মত নিঃস্বার্থভাবে সেবা দিতে পারি তাহলে আমরা আমাদের সমাজকে সুন্দর করে গড়ে তুলতে পারি। কারণ বিভিন্ন ভাবে খ্রিস্ট আমাদের কাছে সেবা পাবার জন্য আসেন। ঐশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মাদার তেরেসা। স্বর্গ থেকে তিনি আমাদের এবং মিশনারীজ অব চ্যারিটির সকল সিস্টারগণকে তিনি আশির্বাদ দান করুন। “
পবিত্র খ্রিস্টযাগ শেষে মিশনারীজ অব চ্যারিটি সম্প্রদায়ের সিস্টারগণকে ফুলেল শুভেচছা প্রদান করা হয়। এ সময় ফাদার মারান্ডী বলেন,”বিশপ মহোদয়ের পক্ষে সিস্টারদের জন্য প্রার্থনাপূর্ণ শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা আমাদের ধর্মপ্রদেশে এবং আমাদের ধর্মপল্লীতে সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন। এজন্য আপনাদের ধন্যবাদ জানাই। প্রার্থনা করি আপনারা যেন সুন্দরভাবে আপনাদের সেবা কাজ পরিচালনা করে যেতে পারেন।”
এরপর মহিষবাথান্থ ‘ মিশনারীজ অব চ্যারিটি’ সিস্টারদের আশ্রম ”আশাদান ” কেন্দ্রের সুপিরিয়র সিস্টার যোয়ান এম সি খ্রিস্টযাগে উপস্থিত খ্রিস্টভক্তগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, ” আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের জন্য প্রার্থনা করার জন্য এবং আমাদের ফুলেল শুভেচছা জানানোর জন্য। “
এরপর ফাদার কস্তা ছোট অনুষ্ঠানের পরিসমাপ্তির ঘোষণা দেন।
উল্লেখ্য, মাদার তেরেসা ১৯১০ সালের ২৬ শে আগস্ট জন্মগ্রহণ এবং পরলোকগমণ করেন ১৯৯৭ সালের ৫ ই সেপ্টেম্বর। পোপ ফ্রান্সিস তাঁকে ২০১৬ সালের ৪ ই সেপ্টেম্বর সাধ্বী সাধ্বী ঘোষণা দেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : মাইকেল টুডু