গত ০৮ সেপ্টেম্বর ২০২৩, রোজ: শুক্রবার, মথুরাপুর সাধ্বী রীতার ধর্মপল্লীতে মহাসমারোহে শিশু মারীয়ার পর্ব পালন করা হয়। সিস্টার যুথিকা, এসএমআরএ-এর পরিচালনায় মথুরাপুর ধর্মপল্লীতে প্রভাত তারা ও মারীয়া সংঘের সকল সদস্যাগণ সারাদিন ব্যাপি একটি বিশেষ সেমিনারে অংশগ্রহণ করেন।

সকাল ৯:০০ টায় পবিত্র খ্রিস্টযাগের মধ্যদিয়ে উক্ত সেমিনারের শুভ সূচনা হয়। পবিত্র খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন শ্রদ্ধেয় পাল-পুরোহিত ফাদার শিশির নাতালে গ্রেগরী এবং সহার্পিত খ্রিস্টযাগে অংশগ্রহণ করেন সহকারি পাল-পুরোহিত ফাদার উত্তম রোজারিও। উক্ত খ্রিস্টযাগে গান, বাণী পাঠ, সার্বজনীন প্রার্থনা ও মহারতি প্রদানের মধ্য দিয়ে প্রভাত তারা ও মারীয়া সংঘের সদস্যাগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ।

পবিত্র খ্রিস্টযাগের শুরুতে পাল-পুরোহিত শিশু মারীয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করেন। পবিত্র খ্রিস্টযাগের পর সংঘের সকল সদস্যাগণ শিশু মারীয়ার প্রতিকৃতিকে সামনে নিয়ে শোভাযাত্রা করে ধর্মপল্লীর হলরুমে প্রবেশ করেন। হলরুমে প্রবেশের পর শিশু মারীয়ার জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়। স্বাগত বক্তব্যে শ্রদ্ধেয় পাল-পুরোহিত সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানান। এরপর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে মথুরাপুর ধর্মপল্লীর প্রতি গ্রামের মহিলা সদস্যাগণ অংশগ্রহণ করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু মারীয়া জন্মদিনকে কেন্দ্র করে নাচ, গান, নাটক, জারিগান ও কবিতা আবৃত্তি ইত্যাদিতে অংশগ্রহণের মধ্যদিয়ে সংঘের প্রত্যেক সদস্যাগণ তাদের প্রতিভাকে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর সিস্টার যুথিকা সকলকে ধন্যবাদ জানান।

মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে সেমিনার সমাপ্ত হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার : রিজেন্ট নয়ন ইগ্নাশিউস পালমা

Please follow and like us: