নিত্য সাহায্যকারিণী মা মারীয়া ধর্মপল্লী, আন্ধারকোঠায় ৩০ সেপ্টেম্বর ও ০১ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ অনুষ্ঠিত হয় প্রথম পাপস্বীকার ও খ্রিস্টপ্রসাদ সংস্কার গ্রহণ অনুষ্ঠান। ২৪জন ছেলে-মেয়ে দীর্ঘ দিনের প্রস্তুতি শেষে ভক্তি ভরে প্রথম পাপস্বীকার ও খ্রিস্টপ্রসাদ সংস্কার গ্রহণ করে।

৩০ সেপ্টেম্বর বিকেলে পাপস্বীকার প্রদান ও ০১ অক্টোবর সকালে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার প্রেমু রোজারিও। উপদেশে তিনি বলেন, “আজ যে ২৪জন সন্তান শুভ্র পোষাক পরিধান করেছে, এ শুভ্রতা হলো স্বর্গরাজ্যে যাবার মানদন্ড । আর এ শুভ্রতা, পবিত্রাতা আমরা লাভ করতে পারি খ্রিস্টের মাধ্যমে, খ্রিস্টকে প্রতিনিয়ত গ্রহণ করে। সাধু তার্সিসিয়াস যেমন নিজের জীবন দিয়ে খ্রিস্টকে রক্ষা করেছেন, ঠিক তেমনি তোমাদেরও খ্রিস্টকে রক্ষা করতে হবে তোমাদের সুন্দর জীবন-যাপন ও প্রার্থনার মধ্যে দিয়ে।”

পবিত্র খ্রিস্টযাগ শেষে পাল-পুরোহিত প্রথম পাপস্বীকার ও খ্রিস্টপ্রসাদ সংস্কার গ্রহণকারী ছেলে-মেয়েদের মাঝে স্মৃতিচিহ্ন কার্ড বিতরণ করেন এবং অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

বরেন্দ্রদূত রিপোর্টার : পিটার ডেভিড পালমা

Please follow and like us: