গত ৩০ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দে সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজে শিক্ষক দিবস, সাহিত্য, সাংস্কৃতিক, বিজ্ঞান ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আবু রাসেল, বড়াইগ্রাম উপজেলা, নাটোর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি শ্রদ্ধেয় ফাদার দীলিপ এস. কস্তা এবং সভাপতিত্ব করেন প্রিন্সিপাল ড. ফাদার শংকর ডমিনিক গমেজ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে ছাত্র-ছাত্রীরা অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকাকে ফুল দিয়ে শিক্ষক দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করে। তারপরে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অধ্যক্ষ মহোদয় বিজ্ঞান মেলার উদ্বোধন করেন।
ড. ফাদার শংকর ডমিনিক গমেজ তার বক্তব্যে বলেন, “আজকের এই দিন আমাদের শিক্ষকদের শ্রদ্ধা, সম্মান, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপনের দিন।” তিনি আরো বলেন, “লেখাপড়ার পাশাপাশি প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তোমরা তোমাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে, বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনে এবং নতুন নতুন আবিষ্কারে তোমাদের সাহায্য করবে”।
বিজ্ঞান মেলায় চারটি বিভাগে প্রতিযোগিতা হয়, বিজ্ঞান, কৃষি, আইসিটি ও ভূগোল প্রজেক্ট। সর্বশেষ আর্কষণ ছিল বিতর্ক প্রতিযোগিতা। বির্তক প্রতিযোগিতার বিষয় ছিল: “নতুন শিক্ষা কারিকুলাম শিক্ষার্থীদের শিক্ষা অর্জনে সময় উপযোগী একটি পদ্ধতি”।
পরিশেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন ড. ফাদার শংকর ডমিনিক গমেজ প্রিন্সিপাল সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ।
বরেন্দ্রদূত রিপোর্টার : পিটার হেম্ব্রম