গত ৩ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দে সুরশুনিপাড়া লোভেরে জুনিয়র হাইস্কুলে শিক্ষক দিবস উদযাপন করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরশুনিপাড়া লোভেরে জুনিয়র হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শ্রদ্ধেয় ফাদার প্রদীপ কস্তা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র স্কুলের প্রধান শিক্ষক ফাদার সুরেশ পিউরীফিকেশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র স্কুল এর সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে ছাত্র-ছাত্রীরা শিক্ষক-শিক্ষিকাকে ফুল দিয়ে শিক্ষক দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ আজকে আমরা শিক্ষক দিবস উদযাপন করছি। আজকের এই দিন আমাদের শিক্ষকদের শ্রদ্ধা, সম্মান, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করি।” দেশ ও জাতির মেরুদণ্ড হল শিক্ষা। শিক্ষকগণই সেই শিক্ষাদানের মহান সেবা কাজ করে যাচ্ছেন।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার সুরেশ পিউরীফিকেশন শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘শিক্ষকগণ হলেন মানুষ গড়ার কারিগর। নিরলসভাবে সেই শিক্ষাদান তার জীবনের ব্রত। আমরা সবাই যেন শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ ও শ্রদ্ধাশীল হই।’
এরপর বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নাচ, গান, ছড়া ও নাটিকা গল্প বলা ইত্যাদি পরিবেশনার মধ্য দিয়ে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, সম্মান, কৃতজ্ঞতা জানায়। পরিশেষে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা দেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার সুরেশ পিউরীফিকেশন