গত ৫-৯ অক্টোবর রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের আয়োজনে খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো এইচএসসি পরীক্ষাত্তোর খ্রিস্টীয় গঠন প্রশিক্ষণ কোর্স – ২০২৩। এতে বিভিন্ন ধর্মপল্লী হতে মোট ১৩৩ জন ছাত্র- ছাত্রী ও ১৭ জন এনিমেটর ও ৩ জন ফাদার উপস্থিত ছিলেন।
৫ ই অক্টোবর উদ্ভোধনী খ্রিস্টযাগের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।খ্রিস্টযাগ উৎসর্গ করেন রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডী এবং সহার্পিত খ্রিস্টযাগে উপস্থিত ছিলেন ফাদার নবীন পিউস কস্তা ও ফাদার প্রশান্ত আইন্দ।শ্রদ্ধেয় ফাদার ফাবিয়ান তার উপদেশে বলেন,” আজকের যুবসমাজ আগামী দিনের ভবিষ্যৎ।তোমাদের মাধ্যেমই দেশ ও সমাজ পরিচালিত হবে।তোমাদের ধর্মপল্লীর ফাদারগণ অনেক আশা নিয়ে তোমাদের এখানে পাঠিয়েছেন। পবিত্র বাইবেলের বাণীর আলোকে ফাদার বলেন, যখন যা করা দরকার তাই করবে কারো অবাধ্য হবে না।”
সন্ধ্যায় উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডী, যুব সমন্বয়কারী ফাদার নবীন পিউস কস্তা, কোর্স ডিরেক্টর ফাদার প্রশান্ত আইন্দ। ফাদার নবীন পিউস কস্তা তার স্বাগত বক্তব্যে বলেন,” তোমরা আজকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে এখানে সমবেত হয়েছ এজন্য প্রথমে তোমাদের কৃতজ্ঞতা জানাই। তোমাদের এ প্রোগ্রামে বিভিন্ন বিষয়ের উপর ক্লাস রাখা হয়েছে সেগুলো মনোযোগ সহকারে করবে এবং জীবনের জন্য কিছু করার চেষ্টা করবে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।”
ফাদার ফাবিয়ান মারান্ডী তার উদ্বোধনী বক্তব্যে বলেন, “বেশি কিছু বলতে চাই না, তোমরা যে আশা নিয়ে স্বপ্ন নিয়ে এখানে এসেছ তা পূরণ হোক। এ প্রোগ্রাম আয়োজন করার জন্য বিশপ মহোদয়ের পক্ষে আমি ফাদার নবীন পিউস কস্তাসহ তার কমিশনকে সাধুবাদ জানাই। এই ৫ দিনের প্রোগ্রাম সুন্দর হোক। শুভ উদ্ভোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। “
৬ তারিখ সকালে ‘পবিত্র বাইবেলঃ মঙ্গলসমাচার ও শিষ্যচরিত পত্রসমূহ ‘ বিষয়ের ওপর ১ম অধিবেশনে পরিচালনা করেন ফাদার প্যাট্রিক গমেজ। তার সহভাগিতায় সকলে বাইবেল সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। বিকালে কাথলিক মণ্ডলির ধর্মশিক্ষার বিষয়ে দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন ফাদার সাগর কোড়াইয়া।
৭ ই অক্টোবর সকালে উপাসনা বিষয়ক ১ম অধিবেশন পরিচালনা করেন ফাদার শ্যামল গমেজ। ‘খ্রিস্টমণ্ডলির ইতিহাস সম্পর্কে২য় অধিবেশন পরিচালনা করেন শ্রদ্ধেয় ফাদার দিলীপ এস কস্তা। বিকালে কাথলিক মণ্ডলির আইন ও বিবাহ ‘ বিষয়ের উপর সহভাগিতা করেন ফাদার উইলিয়াম মুর্মু।
৮ ই অক্টোবর সকালে ‘ক্যারিয়ার প্ল্যানিং ও ফ্রিলান্সিং ‘উক্ত বিষয়ের উপর সহভাগিতা করেন রেক্সি মার্ক রোজারিও। বিকালে ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ও পদ্মা ভ্রমণ। যার উদ্দেশ্য ছিল ছাত্র – ছাত্রীদের উৎসাহিত করা।
৯ অক্টোবর সকালে ‘ যুব নৈতিকতা ও চ্যালেন্জ ‘ এর উপর সহভাগিতা করেন ভিনসেণ্ট চঁড়ে ও রুথ বিশ্বাস এবং ‘ সিনোডাল মণ্ডলি : মিলন, অংশগ্রহণ ও প্রেরণ– এর উপর সহভাগিতা করেন ফাদার প্রশান্ত আইন্দ।
দুপুরে সমাপনী খ্রিস্টযাগ উৎসর্গ করেন রাজশাহী ধর্মপ্রদেশের চ্যান্সেলর ফাদার প্রেমু টি রোজারিও এবং সহার্পণ করেন ফাদার নবীন ও প্রশান্ত। ফাদার প্রেমু তার উপদেশে বলেন,” আমাদের প্রথমত আদর্শ মানুষ হতে হবে। যুবাপ্রেমী ও বন্ধু সাধু পোপ দ্বিতীয় জন পল যুবকদের নিয়ে আন্দোলন গড়ে তুলেছিলেন। তোমাদের নিয়ে সকলের যে স্বপ্ন তা নিয়ে এগিয়ে যাও।”
ফাদার নবীন ও ফাদার প্রশান্ত আইন্দ সকল কিছুর জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং দিকনির্দেশনা প্রদান করেন। পরিশেষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয় এবং ” Best performer award “ঘোষণা করা হয়। এ বছর “BEST PERFORMER”হিসেবে নির্বাচিত হন ডানিয়েল লর্ড রোজারিও ও সুইটি বিশ্বাস।
বরেন্দ্রদূত রিপোর্টার : ডানিয়েল লর্ড রোজারিও
Please follow and like us: