গত ৭ই অক্টোবর যিশুর পবিত্র হৃদয়ের বোর্ডিং, বনপাড়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যিশুর পবিত্র হৃদয়ের বোর্ডিং এর পরিচালক শ্রদ্ধেয় ফাদার পিউস গমেজ।
অনুষ্ঠানের শুরুতেই মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন শ্রদ্ধেয় ফাদার পিউস গমেজ। এই দিনে বোর্ডিংয়ে ৯ জন নতুন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। রিজেন্ট পিতর হেম্ব্রম অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং নবাগতদের বোর্ডিংএ শুভেচ্ছা জানান। তিনি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, “বোর্ডিং হলো পড়াশোনার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় গঠন লাভের স্থান”।
ফাদার পিউস গমেজ নতুন ছাত্রদেরকে এই বোর্ডিং স্বাগতম জানান এবং তাদের উদ্দেশ্যে তিনি তার মূল্যবান বক্তব্য রাখেন। তিনি নতুনদের উদ্দেশ্যে বলেন, “তোমরা যে উৎসাহ ও উদ্দীপনা নিয়ে এসেছ তা ধরে রাখো এবং বোর্ডিং এ সমস্ত নিয়ম-কানুন সুন্দরভাবে মেনে চল। ভালোমত পড়াশোনা কর যাতে করে তোমরা তোমাদের লক্ষ্য থেকে বিচ্যুত না হও।” তিনি তাদের বিভিন্ন দিক নির্দেশনা দান করেন।
০৮ তারিখ বিকাল ৪.৩০ ঘটিকায় বোর্ডিংয়ের নবীন শিক্ষার্থী ও হাই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে হাই স্কুলের শিক্ষর্থীরা ১-০ গোলে জয় লাভ করে।
পরিশেষে ফাদার পিউস গমেজ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শেষ আর্শীবাদের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা দান করেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : রিজেন্ট পিতর হেম্ব্রম