গত ০১ থেকে ০৭ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দে রহনপুর ধর্মপল্লীতে প্রাক্ বিবাহ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণে মোট ২৪ জন যুবক-যুবতী ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে অংশগ্রহণ করেন। উক্ত বিবাহ প্রশিক্ষণে অভিজ্ঞ ব্যক্তিদের দ্বারা প্রশিক্ষণটি পরিচালিত হয়। শিক্ষার্থীদেরকে বিবাহ কি, বিবাহের গুরুত্ব, বিবাহ একটি পবিত্র সাক্রামেন্ত, পরিবার পরিকল্পনা, সাক্রামেন্ত, সামাজিক রীতি-নীতিতে বিবাহ, সুখী দাম্পত্য জীবন, মাণ্ডলিক আইনে বিবাহ, ক্রেডিট ইউনিয়ন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
নিবাস লাকড়া একজন প্রাক্ বিবাহ প্রশিক্ষণার্থী তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, “প্রাক্ বিবাহ প্রশিক্ষণের মাধ্যমে আমি অনেক বিষয় জানতে পেরেছি। বিশেষ করে এই প্রশিক্ষণ পাওয়ার ফলে বিবাহ সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে। বিবাহ যে পবিত্র একটা সাক্রামেন্ত তা বুঝতে পেরেছি”।
৭ অক্টোবর রবিবাসরীয় খ্রিস্টযাগ ও সাটিফিকেট বিতরণের মাধ্যমে প্রাক্ বিবাহ প্রশিক্ষণ কোর্সটি সমাপ্ত হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার যোয়াকিম হেম্ব্রম