গত ৮ মার্চ ২০১৯ খ্রিস্টাব্দে, বনপাড়া ধর্মপল্লীতে উদযাপিত হলো বিশ্ব নারী দিবস। বনপাড়া ধর্মপল্লীর নারী জাগরণ সংঘের আয়োজনে ১৫৯ জন নারী এতে অংশগ্রহণ করেন। শুরুতে ব্যানার ফেস্টুন নিয়ে র‌্যালী করা হয়। র‌্যালীর পর পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন বনপাড়া পোপ ষষ্ঠ পল সেমিনারীর আধ্যাত্মিক পরিচালক ফাদার লিটন ডমিনিক কস্তা এবং সহার্পন করেন ফাদার নবীন পিউস কস্তা। উপদেশে বাণীতে ফাদার নারী দিবসের তাৎপর্য এবং ইতিহাস তুলে ধরে বলেন, ‘১৯০৯ খ্রিস্টাব্দে ২৮ ফেব্রুয়ারি যে নারী দিবসের যাত্রা শুরু করেছিল, নারীদের অধিকার ও মর্যাদা রক্ষায় ক্লারা যে স্বপ্ন দেখেছিল তা বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে”। খ্রিস্টযাগের পর সকলে পবিত্র ক্রুশের পথে অংশগ্রহণ করেন। এর পর বিশ্ব নারী দিবস-২০১৯ এর ক্যাম্পইন “Balance for Bette” এবং মূলসুর “Think Equal, Build Smart, Innovate for Change” বিষয়টির উপর সহভাগিতা করতে গিয়ে বর্তমান বাস্তবতায় নারীর বিভিন্ন ইতিবাচক ও নৈতিবাচক এবং প্রেক্ষিতে করণীয় বিভিন্ন দিক নির্দেশনা দেন বনপাড়া ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার নবীন পিউস কস্তা। মধ্যাহ্ন ভোজের পর কুইজ এবং পুরস্কার প্রদানের মাধ্যমে নারী দিবস পালন সমাপ্ত হয়।

Please follow and like us: