গত ২৩-২৫ অক্টোবর  ২০২৩, ধর্মপ্রদেশীয় উপাসনা ও প্রার্থনা বিষয়ক কমিশন, রাজশাহী, খ্রিস্টজ‍্যোতি পালকীয় সেবাকেন্দ্রে প্রতিষ্ঠিত  বেদীসেবক ও বাণী ঘোষক গঠন প্রশিক্ষণ  বিষয়ক সেমিনার আয়োজন করে । উক্ত সেমিনারে বিভিন্ন  ধর্মপল্লী থেকে  প্রায়  ৫০ জন  অংশগ্রহন করেন।

২৩  অক্টোবর সন্ধ‍্যায় পবিত্র খ্রিস্টযাগ এর মধ্যদিয়ে উক্ত সেমিনারের শুভ সূচনা করেন রাজশাহী ধর্মপ্রদেশের চ‍্যাঞ্চেলর শ্রদ্ধেয় ফাদার প্রেমু রোজারিও।  কমিশনের আহ্বায়ক ফাদার সুরেশ পিউরীফিকেশন সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

সেমিনারের প্রশিক্ষক  শ্রদ্ধেয় ফাদার ইউজিন আনজুস, সিএসসি ‘প্রতিষ্ঠিত  বেদীসেবক ও বাণী ঘোষক গঠন প্রশিক্ষণ ‘ বিষয়ে সহভাগিতা করেন। তিনি বলেন, প্রতিষ্ঠিত  বেদীসেবক ও বাণী ঘোষক  সেবাদায়িত্ব যা মণ্ডলিতে অনেক আগে থেকেই  ছিল। এই সেবাদায়িত্ব পালনে ভক্তজনগণের  অংশগ্রহণ যেন বৃদ্ধি পায় সে জন‍্য পোপ মহোদয়  আহ্বান করেন।

ফাদার সুরেশ পিউরীফিকেশন বেদীসেবক ও একটি  ফিল্ম  দেখান এবং উপাসনার  পুঞ্জিকা, বাণী বিতান, পোষাক  ও উপকরণ পরিচিত বিষয়ে ক্লাস দেন।

সামসঙ্গীত গানের বিষয়ে প্রশিক্ষণ দেন ফাদার প্রশান্ত আইন্দ ও ফাদার শ‍্যামল গমেজ। ২৫ অক্টোবর দুপুরে সমাপনী পবিত্র খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন পরম  শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও, সহার্পিত খ্রিস্টযাগে অংশগ্রহণ  করেন ফাদার বাবলু কোড়াইয়া, ফাদার সুরেশ পিউরীফিকেশন ও ফাদার প্রশান্ত আইন্দ। পবিত্র খ্রিস্টযাগের উপাসনা ও প্রার্থনা বিষয়ক কমিশনের  পক্ষ থেকে অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা  জানান। পরিশেষে  মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে সেমিনার সমাপ্ত হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার সুরেশ পিউরীফিকেশন

Please follow and like us: