গত ৮ মার্চ ২০১৯ খ্রিস্টাব্দে, রাজশাহী ধর্মপ্রদেশের পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো রাজশাহী ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশনের বাৎসরিক মতবিনিময় সভা। উক্ত সভায় সভাপতিত্ব করেন ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও, এসটিডি, ডিডি এবং সভা সঞ্চালনা করেন ফাদার পল গমেজ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশনের উপদেষ্টা মি. সুক্লেশ জর্জ কস্তা, আঞ্চলিক পরিচালক, কারিতাস রাজশাহী অঞ্চল এবং ধর্মপ্রদেশীয় স্কুল এন্ড কলেজ, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকসহ ৩০ জন।
এই মতবিনিময় সভায় বিগত সভার উল্লেখযোগ্য সিদ্ধান্তের আলোকে অর্জন, পর্যালোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণ, ২০১৭-২০১৮ অর্থবছরের শিক্ষা কমিশনের কাজের অগ্রগতি ও ২০১৯ খ্রিস্টাব্দের কর্মপরিকল্পনা সহভাগিতা করা হয়। এছাড়া ধর্মপ্রদেশীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির চার্টার ও ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক বিশপ মহোদয় উপস্থাপনা করেন। যেখানে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা, মনিটরিং, আয়-ব্যয় পর্যালোচনা, অডিট, পাঠ্যক্রমিক ও সহপাঠ্যক্রমিক কার্যক্রম, শিক্ষকদের প্রশিক্ষণ ও তা কর্মক্ষেত্রে ব্যবহার ইত্যাদি দিকগুলি সর্বাধিক গুরুত্বারোপ করা হয়। উল্লেখ্য সভায় বিভিন্ন তথ্য-উপাত্ত দিয়ে সহায়তা করেন মি. অসীম ক্রুশ, কারিতাস রাজশাহী অঞ্চল এবং সহায়তা করেন ফাদার নিখিল এন. গমেজ, পরিচালক, খ্রিস্টজ্যোতি ও পালকীয় সেবাকেন্দ্র, রাজশাহী ধর্মপ্রদেশ।
ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশনের বাৎসরিক মতবিনিময় সভা
Please follow and like us: