কাটাডাঙ্গা ধর্মপল্লীর অধীন কুসুমকুন্ডা গ্রামের গির্জার প্রতিপালিকা শান্তিরাণী মা মারিয়ার পর্ব এবং অবলেটদের বাংলাদেশে আগমনের পঞ্চাশ বছর পূর্তির সুবর্ণ জয়ন্তী উৎসবের সমাপ্তি ধর্মপল্লী পর্যায়ে ৩০ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ, রোজ সোমবার তারিখে পালন করা হয়। এই উপলক্ষ্যে বিশপ মহোদয়ের কুসুমকুন্ডা গ্রামে আগমন হলে খ্রিস্টভক্তগণ নিজেদের সাঁওতাল কৃষ্টি অনুসারে বিশপ মহোদয়কে বরণ করে নেয়। পবিত্র খ্রিস্টযাগের পূর্বে বিশপমহোদয় দুইটি মা মারিয়ার গ্রোটো আশির্বাদ ও উদ্বোধন করেন। একটি গ্রোটো ধর্মপল্লী সেন্টারে এবং আরেকটি কুসুমকুন্ডা গির্জা প্রাঙ্গণে। আনন্দময় দিনের পবিত্র খ্রিস্টযাগে এবং অনুষ্ঠানে আশেপাশের অন্যান্য গ্রামের খ্রিস্টভক্তগণও অংশগ্রহণ করেন।

পবিত্র খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন রাজশাহী ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও এবং তার সাথে ছিলেন ফাঃ সুবাস কস্তা ও.এম.আই., ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাঃ রঞ্জিত কস্তা ও.এম.আই. ও ফাঃ সমর দাংগ ও.এম.আই.।

বিশপ মহোদয় খ্রিস্টযাগে সহভাগিতায় বলেন, প্রত্যেক মানুষকেই ভাল মানুষ হতে, জীবনে মনুষ্যত্বকে জাগিয়ে তুলতে, পবিত্র খ্রিস্টভক্ত ও বিশ্বাসী মানুষ হতে চেষ্টা করতে হয়। জীবনে মন্দকে ত্যাগ করে যা ভাল, পবিত্র এবং উন্নতি নিয়ে আসে তাই আমাদের গ্রহণ ও চেষ্টা করা প্রয়োজন।

পবিত্র খ্রিস্টযাগের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরে সকল খ্রিস্টভক্তগণকে পর্বীয় মধ্যাহ্ন ভোজ দেওয়া হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার ফাঃ সমর দাংগ ও.এম.আই

Please follow and like us: