গত ৫ মার্চ ২০১৯ খ্রিস্টাব্দে, সেন্ট পলস্ কাটাডাঙ্গা ধর্মপল্লীর প্রার্থনা পরিচালক ও পালকীয় পরিষদের মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত মিটিংয়ের গুরুত্বপূর্ণ বিষয় ছিলো, ভস্মবুধবার হতে আমরা প্রায়শ্চিত্ত বা তপস্যাকাল শুরু করব সেই বিষয়টি নিয়ে। গ্রামের ক্যাথলিক খ্রিস্টভক্তগণ যেন এই সময়ে নিজ নিজ গ্রামে ও পরিবারে প্রার্থনা করেন তার জন্য কাটাডাঙ্গা ধর্মপল্লী গত বছর হতে গ্রামে প্রায়শ্চিত্তকালীন ক্রুশ প্রেরণ করেছিল। শ্রদ্ধেয় পালপুরোহিত ফাদার রঞ্জিত কস্তা, ওএমআই এর কাছ থেকে বিভিন্ন গ্রামের প্রার্থনা পরিচালকগণ খ্রিস্টযাগে পবিত্র ক্রুশ গ্রহণ করেন। গোটা ধর্মপল্লীর ছোট বড় ৩০ টি গ্রামকে ৬টি ব্লকে বিভক্ত করে প্রত্যেক ব্লকের জন্য একটি করে ক্রুশ দেওয়া হয়েছে। প্রত্যেক গ্রামে নিদিষ্ট দিন করে প্রায়শ্চিত্তকালীন পবিত্র ক্রুশ অবস্থান করবে। খ্রিস্টভক্তগণ দিনের বিভিন্ন সময়ে বিশেষ করে সন্ধ্যাবেলায় এই ক্রুশ নিয়ে গ্রামের ব্লকে বা পরিবারে প্রার্থনা করবে এবং তাদের ভক্তি-ভালবাস-শ্রদ্ধা প্রদর্শন করবে। ফাদারগণ তাদের উপদেশে ক্রুশ, প্রায়শ্চিত্তকালীন ক্রুশের ব্যবহার ও তার প্রতি ভক্তি ও প্রার্থনার গুরুত্ব সম্পর্ক পবিত্র খিস্টযাগে সহভাগিতা করছেন। প্রার্থনা পরিচালকগণ এই ক্রুশ নিয়ে তাদের প্রায়শ্চিত্তকালীন ক্রুশীয় যাত্রায় অংশগ্রহন করছে।

Please follow and like us: