গত ১৮ মার্চ ২০১৯ খ্রিস্টাব্দে, কারিতাস রাজশাহী অঞ্চল ও রাজশাহী কাথলিক ধর্মপ্রদেশের শিক্ষা কমিশনের আয়োজনে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সেন্ট যোসেফস্ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ৬টি মিশনস্কুলের অংশগ্রহণে আন্তঃস্কুল শিল্পকলা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। উক্ত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন মি. সুক্লেশ জর্জ কস্তা, আঞ্চলিক পরিচালক, কারিতাস রাজশাহী অঞ্চল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার পল গমেজ, সদস্য, সাধারণ পরিষদ ও কার্যনির্বাহী বোর্ড, কারিতাস বাংলাদেশ এবং সেক্রেটারি, রাজশাহী ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশন; জনাব মো. আক্তারুজ্জামান আক্তার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ৭নং দেওপাড়া ইউনিয়ন; ফাদার উইলিয়াম মুরমু, চ্যান্সেলর, রাজশাহী ধর্মপ্রদেশ। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিযোগী স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতি, কারিতাস প্রতিনিধি, অংশগ্রহণকারী স্কুলের প্রধান শিক্ষক, সভাপতি প্রমুখ।
প্রতিযোগিতায় ছয়টি স্কুলের মোট ৫৫ জন প্রতিযোগী বিভিন্ন ইভেন্টেসে অংশগ্রহণ করেন। ইভেন্টস্গুলো হলো- একক অভিনয়, একক ও দলীয় নৃত্য, চারু ও কারুশিল্প, উপস্থিত বক্তৃতা, একক সংগীত প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি এবং প্রকল্প উপস্থাপনার মধ্যে ছিল যথাক্রমে- আধুনিক কৃষি, চারু ও কারুশিল্প, আমাদের সংস্কৃতি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রকল্প। অংশগ্রহণকারী স্কুলগুলো হলো- নওগাঁ জেলার সেন্ট পলস্ হাইস্কুল, পত্নীতলা উপজেলা; রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সেন্ট যোসেফস্ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও লোভেরে জুনিয়র হাইস্কুল এবং রাজশাহী সিটি কর্পোরেশনেস্থ মুক্তিদাতা জুনিয়র হাইস্কুল ও সেন্ট লুইস জুনিয়র হাইস্কুল। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় বক্তারা বলেন, ‘পাঠ্য বইয়ের পাশাপাশি সহপাঠ্যক্রমিক শিক্ষায় শিশুদের বিকাশে এ ধরনের কর্মসূচি ব্যাপক ভূমিকা রাখে’।

Please follow and like us: