গত ১৯ মার্চ ২০১৯ খ্রিস্টাব্দে, দীর্ঘ নয়দিন নভেনা প্রার্থনা ও খ্রিস্টযাগের মধ্যদিয়ে আধ্যাত্নিক প্রস্তুতির পর রহনপুর ধর্মপল্লীতে উদযাপিত হল প্রতিপালক সাধু যোসেফের মহাপার্বণ। এছাড়াও পর্বের প্রস্তুতি হিসেবে আরও ছিল ২৪ ঘন্টার সাক্রামেন্তীয় আরাধনা, এতে পালাক্রমে গ্রামের খ্রিস্টভক্তগণ যোগদান করেন এবং বোর্ডিং ছেলে-মেয়েরা ও ফাদার সিস্টারগণ সর্বক্ষণ এই পবিত্র আরাধনায় রত ছিলেন। চব্বিশ ঘন্টার আরাধনা শেষে পর্বের আগের দিন ১৮ই মার্চ বিকাল ৪টায় খ্রিস্টপ্রসাদীয় শোভা যাত্রা করা হয়, এই পবিত্র শোভাযাত্রায় গ্রামের খ্রিস্টভক্তগণ ও সকল ছেলে-মেয়েরা অংশগ্রহণ করেন। পর্বের দিন জুবিলী তোরণ থেকে ক্রুশ, বাইবেল, ধূপ, সাধু যোসেফের মূর্তিসহ শোভা যাত্রা করে খ্রিস্টভক্তগণ ও যাজকগণ গির্জা ঘরে প্রবেশ করেন এবং পর্ব দিনের মহাখ্রিস্টযাগ শুরু করা হয়। পর্বদিনের এই মহাখ্রিস্টযাগ উৎসর্গ করেন শ্রদ্ধেয় ফাদার ইম্মানুয়েল কানন রোজারিও এছাড়া উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার বাবলু কর্ণেলিউস কোড়াইয়া ও অন্যান্য অতিথি ফাদারগণ। ফাদার ইম্মানুয়েল, তাঁর উপদেশে অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে দেন সাধু যোসেফের বিভিন্ন ভাল দিকগুলি, তিনি কেমন ধরণের মানুষ ছিলেন? বিশেষ করে আদর্শ স্বামী হিসেবে, আদর্শ পিতা হিসেবে এবং একজন ধার্মিক মানুষ হিসেবে তিনি কি করেছেন? একই সাথে খ্রিস্টভক্ত হিসেবে আমরা কি ভাবে সাধু যোসেফের গুণাবলী ও আদর্শ অনুসরণ করে নিজ জীবনকে গঠণ করতে পারি একজন আদর্শ পরিবারের রক্ষক বা কর্তা হিসেবে। খ্রিস্টযাগের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে পর্বের সমাপ্ত করা হয়।

Please follow and like us: