গত ২৬ মে, মোট ৭৫ জন স্কুল ও কলোজ পড়ুয়া যুবাদের নিয়ে রবিবারের পবিত্র খ্রিস্টযাগের পর সাধু ফান্সিস জেভিয়ার ধর্মপল্লী, ভবানীপুরে পালিত হলো “আহ্বান: ঈশ্বরের পরিকল্পনা আবিষ্কার ও বাস্তবায়ন” মূলক সেমিনার।
“প্রযুক্তির সঠিক জ্ঞান, সঠিক পথ ও সঠিক ব্যবহার জানা অত্যন্ত জুরুরী, প্রযুক্তি এখন হাতের মুঠোয়, এর সদ্বব্যহার করে জীবনকে আরোও সহজ, সমৃদ্ধ, কল্যাণমুখি করে তুলতে পারি, এই হোক আমাদের অঙ্গিকার” এই বলে সেমিনারের শুরুতেই বক্তব্য প্রদান করেন ফাদার রোহিত ম্রি, এস.জে পাল-পুরোহিত ভবানীপুর ধর্মপল্লী।
উক্ত সেমিনারের প্রধান বক্তা ফাদার উজ্জ্বল রিবেরু বলেন, “যুবক-যুবতীরা হচ্ছে সমাজ, দেশ, জাতি ও মণ্ডলির প্রাণশক্তি। তারা সম্পদ। যুবাদের আহ্বান হলো ‘সুন্দর মনের মানুষ হবো, পর সেবায় জীবন দিবো’। তিনি আরো বলেন, যুবাদের মধ্যে অসম্ভব সম্ভবনা রয়েছে। তাই ঈশ্বরের পরিকল্পনা আবিষ্কার করতে হবে, ঈশ্বর কী চান এবং এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য লক্ষ্য ঠিক রেখে পড়াশুনা চালিয়ে যেতে হবে এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে”।
এছাড়াও উক্ত সেমিনারে কলেজ পড়ুয়া ছাত্রগণ কৌশিক কোড়াইয়া, সুইট ও প্রীতম তাদের লক্ষ্য ও পড়াশুনা জীবন সম্পর্কে আলোকপাত করেন এবং যুবাদেরকে তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেন । পরবর্তীতে বুদ্ধির খেলা, নাচ, গান, নাটক-অভিনয়, আবৃতি, বাইবেল কুইজ প্রতিযোগিতা ও দলীয় আলোচনা মধ্য দিয়ে সেমিনারের কার্যক্রমের সমাপ্তি হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার উজ্জ্বল রিবেরু