গত ২ জুন রোজ রবিবার মহাসমারোহে ক্যাথিড্রাল ধর্মপল্লীতে খ্রিস্টের দেহোৎসবের মহাপর্বদিনে খ্রিস্ট প্রসাদীয় শোভাযাত্রার আয়েজন করা হয়। এতে ক্যাথিড্রাল ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার ফাবিয়ান মারান্ডী, সহকারী পাল-পুরোহিত ফাদার লিটন কস্তা, মনসিনিয়র মার্শেল তপ্ন্য, খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রের পরিচালক ফাদার বাবলু কোড়াইয়া, ডিকন মুকুট ও বিভিন্ন সম্প্রদায়ের ১২ সিস্টার এবং প্রায় ৫০০ মত খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন। সাক্রামেন্তীয় গান ও প্রার্থনার মাধ্যমে খ্রিস্ট প্রসাদীয় শোভাযাত্রা পরিচালনা করা হয়।

খ্রিস্ট প্রসাদীয় শোভাযাত্রার শেষে খ্রিস্টের দেহোৎসবের মহাপর্বদিনে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রের পরিচালক ফাদার বাবলু কোড়াইয়া। এছাড়াও সহার্পিত খ্রিস্টযাগে অংশ নেন রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ও ক্যাথিড্রাল ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার ফাবিয়ান মারান্ডী, সহাকারী পাল-পুরোহিত ফাদার লিটন কস্তা, ডিকন মুকুট, বিভিন্ন সম্প্রাদয়ের সিস্টার ও খ্রিস্টভক্তগণ উপস্থিত ছিলেন।

ফাদার বাবলু তার উপদেশ বাণীতে বলেন, খ্রিস্টের দেহ ও রক্তের মহাপর্ব আমাদেরকে আবারও এই কথা স্মরণ করিয়ে দেয় যে, যাজক কর্তৃক উৎসর্গকৃত রুটি ও দ্রক্ষারসের আড়ালে যিশু খ্রিস্ট সত্যিকারভাবে উপস্থিত আছেন। আর আমরা যখন এ কথা বিশ্বাসের সঙ্গে স্বীকার করি তখন আমরা খ্রিস্টের ভালবাসাময় যজ্ঞে প্রকৃতভাবে নিজেকে সর্মপন করি। তাই আজকের এই পর্বে আমাদের স্মরণ করিয়ে দেওয়া হয়, কেমন ক’রে তাঁর ভক্তদের ভালবেসে যিশু চেয়েছেন, তিনি নিজেই হবেন তাদের আধ্যাত্মিক খাদ্য, তাদের মধ্যে বাস্তব ভাবে যুগে যুগে বাস করবেন।

বরেন্দ্রদূতের নিজস্ব রিপোর্টার

Please follow and like us: