গত ৫ জুন, ২০২৪ খ্রি. হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে ইকোলজি ক্লাব উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করেছেন হলি ক্রস ইকোলজি ক্লাব ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ডেস্ক, রাজশাহী ক্যাথলিক ধর্মপ্রদেশ। এর মূল প্রতিপদ্যি বিষয় ছিল, “করবো ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা, অর্জন করতে হবে মোদরে খরা সহনশীলতা”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাদার উইলিয়াম মুরমু, পাল-পুরোহিত হলি ফ্যামিলি চার্চ ও ডেভেলপটমেন্ট অফিসার, রাজশাহী ধর্মপ্রদেশ এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ব্রাদার প্লাসিড পিটার রিবেরু সিএসসি, অধ্যক্ষ হলি ক্রস স্কুল এন্ড কলেজ, রাজশাহী।
অনুষ্ঠানের প্রথমে ছিল জাতীয় সঙ্গীত, তারপর প্রধান অতিথি’র বক্তব্য। তারপর বৃক্ষ রোপন এবং পরিবেশের উপর তাৎপর্য তুলে ধরেন ব্রাদার জনি, সিএসসি।
বরেন্দ্রদূত রিপোর্টার
Please follow and like us: