যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভিয্যতা ও আনন্দ-উৎফুল্লে বিগত ৬ জুন রোজ বৃহস্পতিবার মুক্তিদাতা হাইস্কুল, বাগানপাড়া, রাজশাহী-এর আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ পালন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “করবো ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা।”

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ও অত্র পতিষ্ঠানের পরিচালনা পরির্ষদের সভাপতি শ্রদ্ধেয় ফাদার ফাবিয়ান মারান্ডী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ জিল্লুর রহমান ন্যাশনাল কোর্ডিনেটর, (SAFBIN Project) কারিতাস, রাজশাহী অঞ্চল এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন লূক পিউরিফিকেশন, সিএসসি। অতিথিদের আসন গ্রহণ ও ফুরের তোড়া প্রদান করে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধনী ও শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিদাতা হাই স্কুলের সহকারী শিক্ষিকা মিসেস সবিতা মারান্ডী। তিনি তার বক্তব্যে বলেন যে, পরিবেশ রক্ষা করার জন্য আমাদের সকলের ভূমিকা রয়েছে। পরিবেশকে সুন্দর ও বাসযোগ্য করার জন্য এই ধরণির প্রতি আমাদের থাকতে হবে অনেক সহমর্মিতা। তিনি নবভূমি সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করে বলেন যে, গাছ না কেঁটে বরং আমরা যেন গাছ রোপন করি।

প্রধান অতিথিও বৃক্ষ নিধন না করার আহবান জানান। তিনি বলেন গাছ আমাদের পরম বন্ধু। কারন প্রতিটি বৃক্ষই আমাদের বেঁচে থাকার জন্য সর্বদা অক্সিজেন দিয়ে যাচ্ছে। সুতরাং আমাদের সকলকেই পরিবেশ বান্ধব হতে হবে।

প্রধান বক্তা হিসেবে ন্যাশনাল কোর্ডিনেটর মো. জিল্লুর রহমান পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরেন। তিনি তার বক্তব্যে আলোকপাত করে বলেন কেন আজ পরিবেশের এতো বিপর্যয়, মানুষ কী কী উপায়ে বা কীভাবে পরিবেশ ধ্বংস করছে, পৃথিবী এতো উষ্ণায়নের কারন কি কি। আর আামদের করণীয় কি। শিক্ষার্থীরা বিষয় গুলো মনোযোগ সহকারে অনুধাবন করেন।

প্রধান শিক্ষক মহোদয়ও তার বক্তব্যে বলেন আমরা যে পরিবেশকে নষ্ট না করি, পরিবেশকে আমরা যদি নষ্টকরি তাহলে পরিবেশও তার প্রতিদান ফিরিয়ে দিবে চরমভাবে। কারণ মনে রাখতে হবে এই ধরিত্রি আমাদের মায়ের মতো । মা যেমন আমাদের যত্ন করেন ঠিক তেমনি ভাবে এই ধরণি আমাদের যত্ন নিয়ে থাকে। তাই আমাদের আজ অঙ্গীকার করা দরকার আমরা আর পরিবেশ নষ্ট করবো না। পরিশেষে পরিবেশ দিবসকে কেন্দ্র বিদ্যালয় প্রাঙ্গনে করে কিছু বৃক্ষ রোপণ করার মধ্য দিয়ে কর্মসূী সমাপ্ত করা হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার : ব্রাদার রঞ্জন লূক পিউরিফিকেশন, সিএসসি

Please follow and like us: