গত ৬ জুন ২০২৪ খ্রিস্টাব্দ, গোমস্তাপুর উপজেলার রহনপুর সাধু যোসেফের ধর্মপল্লীতে কারিতাস অঞ্চল রাজশাহীর আয়োজনে অনুষ্ঠিত হলো যুবক যুবতীদের নিয়ে প্রতিবন্ধিতা বিষয়ক সচেতন মূলক সেমিনার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহনপুর ধর্মপল্লীর পাল-পুরোহিত  শ্রদ্ধেয় ফাদার বানার্ড রোজারিও, ফাদার যোয়াকিম হেমব্রম এবং সিস্টার গণ।  রহনপুর ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে প্রায় ১০০ জন যুবক যুবতী অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানেঅোরো উপস্থিত ছিলেন রাজশাহী যুব কমিশনের সেক্রেটারি বেনিডিক তুষার বিশ্বাস । প্রদীপ উজ্জ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

কারিতাস রাজশাহী অঞ্চলের কর্মকর্তা লীনা বিশ্বাস এবং সলেমন হেমব্রম যুবক-যুবতীদের প্রতিবন্ধতা বিষয়ে সচেতনমূলক আলোচনা করেন। তারা বলেন,  প্রতিবন্ধিতা হলো প্রতিবন্ধী ব্যক্তি এবং তার প্রতি দৃষ্টিভঙ্গিগত ও পরিবেশগত বাধার মধ্যকার আন্তঃসম্পর্কের পরিণতি, যা অন্যান্যদের সাথে সমতার ভিত্তিতে সমাজে পূর্ণ ও কার্যকর অংশগ্রহণে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে বাধাগ্রস্ত করে।

বরেন্দ্রদূত ‍রিপোর্টার : জনি জেমস মুরমু

Please follow and like us: