রহনপুর ধর্মপল্লীতে গত ২ বছর যাবত ধর্মপল্লীর আয়োজনে প্রতিভার অন্বেষণ অনুষ্ঠিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এই বছরেও আয়োজন করা হয় প্রতিভার অন্বেষণ ২০২৪ । গত ৬ জুন পবিত্র বাইবেল ভিত্তিক নাটক প্রতিযোগিতার মধ্য দিয়ে এই প্রোগ্রাম শুরু হয়। বিভিন্ন প্রতিযোগীতা এ প্রোগ্রামে স্থান করে নিলেও এই বছরের মূল আকর্ষণটি ছিল রহনপুর মিশন কাথলিক খ্রিস্টান ছাত্র সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন এবং যাত্রা শুরুর মুহূর্তকে ঘিরে । ধর্মপল্লীর পাল পুরোহিতের অনুমতি সাপেক্ষে এই সংগঠনটি আজকের দিন থেকে তার শুভ যাত্রা শুরু করে।

উদ্ধোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে ছিল, প্রদীপ প্রজ্বলন ও সংগঠনের লোগো উন্মোচন। এখানে উপস্থিত ছিলেন সাধু যোসেফের ধর্মপল্লী, রহনপুরের পাল পুরোহিত ফাদার বার্নার্ড রোজারিও, প্যারিস কাউন্সিলের সহ সভাপতি সাবিনা সরেন, রহনপুর ক্রেডিটের সভাপতি শ্যামল টুডু, স্কুল শিক্ষিকা যাচিন্তা মুর্মু ও ঊষা তপ্ন , সমাজসেবক মিস্টার লুইস টুডু, রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের অফিস সেক্রেটারিসহ এনিমেটর ও ভলেন্টিয়ারবৃন্দ । সংগঠনের লোগো উন্মোচন করেন অত্র ধর্মপল্লীর পাল পুরোহিত এবং তিনি আস্থা দিয়ে বলেন তিনি ও তার উপদেষ্টামণ্ডলি সবসময় এই সংগঠনের পাশেই আছেন।পরে  ফাদার যোয়াকিম হেম্ব্রম সংগঠনের লোগোর ব্যাখ্যা সকলের মাঝে তুলে ধরেন।
নব নির্বাচিত সভাপতি রোজলিন টুডু বলেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাকে এই দায়িত্বের জন্য যোগ্য বলে মনে করেছেন এবং এই সংগঠন পরিচালনার গুরুদায়িত্ব দিয়েছেন। আমাদের দলের সদস্যদের পাশাপাশি আমি সকলকে অনুরোধ করবো আমাকে সাহায্য করার জন্য। এরপর উপস্থিত অতিথিদেরকে সংগঠনের গেঞ্জি উপহার দেওয়ার মাধ্যমে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সংগঠনের সভাপতি।
প্রতিভার অন্বেষণের দ্বিতীয় পর্বে ছিল একক ও দলীয় গান এবং নাচ , চিত্রাংকন, অভিনয় প্রতিযোগীতা।
চতুর্থ শ্রেণীর  শিক্ষার্থী ভূমিকা সরেন তার অনুভূতি ব্যক্ত করে বলে, নাচলাম গায়লাম অনেক আনন্দ করলাম, আমার অনেক ভালো লাগলো এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে।
সকল বিষয়ের উপর প্রতিযোগীতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান ও রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশন থেকে আগত সকলকে ধন্যবাদ দিয়ে সমাপনী ঘোষণা করেন পাল-পুরোহিত ফাদার বার্নার্ড রোজারিও।
বরেন্দ্রদূত  রিপোর্টার : বেনেডিক্ট তুষার বিশ্বাস
Please follow and like us: