গত ২৮ আগস্ট রোজ বুধবার মহাসমারোহে মুশরইল ধর্মপল্লীর অন্তর্গত মিরকামারী গির্জার প্রতিপালক সাধু আগষ্টিনের পর্ব উদযাপন করা হয়। সকালে পর্বীয় খ্রিস্টযাগের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গ করেন সাধু পিতর সেমিনারির পরিচালক ফাদার বিশ্বনাথ মারান্ডী এবং তাকে সহায়তা করেন পাল-পুরোহিত ফাদার প্রশান্ত আইন্দ। পর্বীয় খ্রিস্টযাগে ফাদার – সিস্টার, সেমিনারিয়ানসহ প্রায় ১২০ জন খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন।
খ্রিস্টযাগের উপদেশে ফাদার বিশ্বনাথ মারান্ডী বলেন, আজকের পাঠে আমরা ভালবাসার কথা শুনেছি। আমরা ঈশ্বরকে ভালোবাসিনি বরং ঈশ্বরই প্রথম আমাদের ভালোবেসেছেন। সাধু আগষ্টিন তার জীবনদশায় প্রথমে অনেক খারাপ কাজ করেছেন কিন্তু তার মা সাধ্বী মণিকার দীর্ঘ ত্রিশ বছরের প্রার্থনার ফলে সাধু আগষ্টিন মন পরিবর্তন করেন। পরে সাধু আগষ্টিন অনেক গবেষণাধর্মী বই লিখেছেন যা মণ্ডলী আজও কৃতজ্ঞচিত্তে স্মরণ করে।
খ্রিস্টযাগের শেষে পাল-পুরোহিত ফাদার প্রশান্ত আইন্দ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য। পরিশেষে সকলের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বরেন্দ্রদূত রিপোর্টার : লর্ড রোজারিও
Please follow and like us: