‘Experience is better than Academic studies for priestly formation’ উক্ত বিষয়ের ওপর গত ৩০ শে আগস্ট রোজ শুক্রবার মুশরইল সাধু পিতর সেমিনারিতে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন হলিক্রস স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল ব্রাদার অর্পণ পিউরীফিকেশন, ব্রাদার জনি গ্রেগরী, ধর্মপল্লীর পাল-পুরোহিত ও সহকারী পাল-পুরোহিত এবং সেমিনারির পরিচালক, আধ্যাত্মিক পরিচালক। BLUE VS WHITE গ্রুপে ৫ জন বিতার্কিক বিতর্কে অংশগ্রহণ করে। বিতর্কে মডারেটরের দায়িত্ব পালন করেন শ্রদ্ধেয় ব্রাদার জনি গ্রেগরী।

বিতর্কের শেষে বিচারকদের পক্ষে ফাদার দানিয়েল রোজারিও বলেন, “খারাপ না অনেক সুন্দর হয়েছে আজকের বিতর্ক। পরের বার চেষ্টা করবে আরো ভালো প্রস্তুতি নিয়ে প্রতিযোগিতা করার। সবার জন্য শুভ কামনা রইল।”

মডারেটর ব্রাদার জনি বলেন, তোমাদের সাধুবাদ জানাই তোমাদের সুন্দর বিতর্কের জন্য। বিতর্ক আমাদের চিন্তাশক্তি বৃদ্ধি করে এবং সমৃদ্ধশালী করে। ইংরেজিতে বিতর্ক করা অনেক কঠিন কারণ এটা আমাদের মাতৃভাষা না তবুও তোমরা সাহস করেছ তাই তোমাদের অভিনন্দন।

সেমিনারির পরিচালক ফাদার বিশ্বনাথ মারান্ডী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সবাইকে অভিনন্দন। গত একসপ্তাহ যাবৎ তোমরা অনেক পরিশ্রম করেছ এই বিতর্কের জন্য যা আমি প্রত্যক্ষ করেছি। আমি তোমাদের সকলের বক্তব্য পর্যবেক্ষণ করেছি যেন পরবর্তীতে সেভাবে তোমাদের সংশোধন প্রদান করা যায়। হলিক্রস ব্রাদারদের মূল্যবান সময় প্রদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

পরিশেষে বিতর্ক প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বরেন্দ্রদূত রিপোর্টার : লর্ড রোজারিও

Please follow and like us: