সুরশুনিপাড়া ধর্মপল্লীতে চার দিন ব্যাপী প্রাক্-বিবাহ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিশেষ ভাবে যে সমস্ত যুবক-যুবতী বিবাহ পূর্বক একত্রে বসবাস করছে তাদেরকে মণ্ডলীতে পুণরায় সম্পৃক্ত করার লক্ষ্যে এ প্রশিক্ষণ এর ব্যবস্থা করা হয়। আর এর অন্যতম তাৎপর্য হলো ধর্মপ্রদেশের বিশপ এর পালকীয় পত্র অন্তর্ভুক্তি ও সংহতিকে প্রাধান্য দেওয়া হয়, একসাথে সহযাত্রীক মণ্ডলীতে পথচলার প্রয়াসে।
প্রাক্-বিবাহ প্রশিক্ষণ শুরু হয় ২৮-৩১ ই আগস্ট ২০২৪ খ্রি: পর্যন্ত। উক্ত প্রাক্-বিবাহ প্রশিক্ষণে বিভিন্ন গ্রাম থেকে অংশগ্রহণ করেন ২৩ জন যুবক-যুবতী, তার মধ্যে ১০ জন ছেলে ও ১৩ জন মেয়ে। যে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপর ভিত্তি করে ক্লাস প্রদান করা হয় তা হলো- সাক্রামেন্ত ও মাণ্ডলিক শিক্ষা (ডিকন ব্লেইজ কস্তা), বিবাহ একটি ঐশ্ব পরিকল্পনা, বিবাহের উদ্দেশ্য ও লক্ষ্য, বিবাহ আশির্বাদ, কৃষ্টি সংস্কৃতি (ফা: সাগর কোড়াইয়া), প্রাকৃতিক পরিবার পরিকল্পনা (কাটেখিস্ট মিসেস ক্যরলিনা মূর্মূ), পারিবারিক অর্থনৈতিক বাজেট, আয়-ব্যয় ( মি. রমনী বেসরা), ক্ষুদ্র খ্রিস্টীয় সমাজ এবং শিক্ষা (মি. সৃষ্টি টুডু)। এই প্রশিক্ষণে অন্যমণ্ডলীর ও বেদিন কিছু যুবক যুবতী অংশ নেয়, যারা ক্যাথলিক পরিবারে বিবাহ করবে। ৩১ শে আগস্ট খ্রিস্টযাগের পর বেদিন ১ জন কে দীক্ষা প্রদান করা হয় এবং সেই সাথে ১৩ জন হস্তার্পণ সাক্রামেন্ত গ্রহণ করেন। শ্রদ্ধেয় ফাদার সাগর কোড়াইয়া দীক্ষা ও হস্তার্পণ সাক্রামেন্ত প্রদান করেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : ডিকন ব্লেইজ সুমিত কস্তা