বিগত ২০ সেপ্টেম্বর রোজ শুক্রবার “মুক্তিদাতা হাই স্কুল, বাগানপাড়া, রাজশাহী এর আয়োজনে, যুব ও শিক্ষকগঠন কর্মসূচি, কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চলের সহযোগিতায় রাজশাহী ধর্মপ্রদেশের মধ্য ভিকারিয়ায়অবস্থিত সাতটি স্কুল হতে আগত মোট ৪০ জন শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে অর্ধবেলা ব্যাপি ধর্মপ্রদশীয় বার্ষিকশিক্ষক নির্জনধ্যান ২০২৪ নির্জনতা ও ভাবগাম্ভির্যতায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই আসনগ্রহণ ও তিন ধর্মের আলোকে পবিত্র গ্রন্থের কিছু অংশ পাঠ করার পর সকলশিক্ষকদের মঙ্গল কামনায় প্রদীপ প্রজ্জ্বলন করেন ফাদার জন মিন্টু রায় ওব্রাদার রঞ্জন পিউরিফিকেশন, সিএসসি।
নিজর্ন ধ্যানের শুরুতেই অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে স্বাগত বক্তব্য রাখেন ব্রাদাররঞ্জন পিউরিফিকেশন। তিনি সকল সম্মাানিত শিক্ষক-শিক্ষিকা, সিস্টার, ফাদার ও ব্রাদারদের শুভেচ্ছা জ্ঞাপনকরে বলেন যে, আমরা আমাদের সেবা দায়িত্ব নিয়ে অতিমাত্রায় ব্যস্ত থাকি। ব্যস্ততা আমাদের চোখ অন্ধ করে দেয়, সময়ের গতিপথ ঘুরিয়ে জীবনকে করে তুলে আনন্দহীন। অনেক সময় নিজেদের দিকে তাকানোর সময় পাই না। আজ সুন্দর একটা সময় পেলাম যেখানে আমরাশিক্ষক-শিক্ষিকা হিসাবে নিজেদের নিয়ে একটু মূল্যায়ন করতে পারি। পিছন দিকে একটু তাকিয়ে দেখতে পারি। আমরা আমাদের সেবা দায়িত্ব কতটুকু সঠিক ভাবে পালনকরতে পারছি। কিনা আমাদের কাজে আমরা সফল কতটুকু?
অর্ধবেলা নির্জন পরিচালনা করেন সেন্ট লুইস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার জন মিন্টু রায়। তিনিঅত্যন্ত সুন্দর, দক্ষতা ও সাবলীল ভাষায় বিষয়টি ফুটিয়ে তুলেন। যা শিক্ষক-শিক্ষিকাবৃন্দ আনন্দ ও পরিতৃপ্তির সাথে গ্রহণ করেন। তিনি তার সহভাগিতায়বলেন, প্রতি জন শিক্ষক-শিক্ষিকাবৃন্দকে হতে হবে সৎ চরিত্রবান, আর্দশ শিক্ষক, নিয়মশৃঙ্খলার প্রতি যত্নবান, সময়ানুবর্তীতার প্রতি থাতকে হবে সচেতনতা। তিনি আরো বলেন, শিক্ষকগণ সমাজের বিবেক স্বরূপ। শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে সমাজে বিদ্যমান বৈষম্যদূরীকণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ বিনির্মানে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া সমৃদ্ধ জাতি গড়ে তুলতে শিক্ষকরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভমিকা পালন করে থাকেন। শিক্ষক-শিক্ষিকাদের নৈতিক মূল্যবোধ থাকা অত্যন্ত জরুরী। তাদের থাকতে হবেমানবিকতা, হৃদয়ে থাকতে হবে সহনশীলতা, সততা, দয়া, ন্যাযতা, মিতাচার। আচরনিক মানদন্ডে শ্রেষ্ঠ, বাস্তবজ্ঞানে ব্যক্তিত্ব সম্পন্ন। যার ইচ্ছা শক্তি থাকবে প্রবল, মনোবল থাকবে দৃঢ়, হতে হবে উদ্যোগী, কাজে কর্তব্য পরায়ন ও ত্যাগে আদর্শিক।
পরিশেষে অংশগ্রহণকারী কয়েক জন শিক্ষক- শিক্ষিকাবৃন্দ দিনের কর্মসূচী মূল্যায়ন করে বলেন যে, এই ধরনের সেমিনার শিক্ষক-শিক্ষিকাদের জন্য অনেক গুরুত্ব বহন করে। অতপর, ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন সকল অংশ গ্রহণকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কারিতাস কর্মীবৃন্দসহ নির্জনধ্যান পরিচালক ফাদার জন মিন্টু রায়কে শুভেচ্ছা উপহার প্রদানের মাধ্যমে মুক্তিদাতা হাই স্কুলের পক্ষে ধন্যবাদ ও কতৃজ্ঞতা জানিয়ে নির্জনধ্যানের সমাপ্তি ঘোষণা করেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন, সিএসসি