মথুরাপুর ধর্মপল্লীতে ধন্যা কুমারী মারীয়ার জন্মোৎসব উদযাপন

“ধন্যা কুমারী মারীয়া আমাদের স্বর্গীয়া মা। তিনি তাঁর জন্মলগ্ন থেকেই অপাপবিদ্ধা। তিনি নির্মলা। তিনি তাঁর জীবনে শত চ্যালেঞ্জ্যের মধ্যেও স্বর্গস্থ পিতার ইচ্ছা পূর্ণ করেন। তাঁকে অনুকরণ ও অনুসরণ করে আমরাও ঈশ্বরের প্রিয় সন্তান হয়ে উঠতে পারি”- কথাগুলি বলেন মথুরাপুর ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার শিশির নাতালে গ্রেগরী ধন্যা কুমারী মারীয়ার জন্মোৎসব উপলক্ষে গত ১৫ সেপ্টেম্বর ২০২৪, রোজ: রবিবার ধর্মপল্লীর যুবতী মহিলাদের জন্য আয়োজিত পবিত্র খ্রিস্টযাগের উপদেশে।

বিপুল উৎসাহ-উদ্দীপনাসহ মথুরাপুর ধর্মপল্লীর প্রভাত তারা সংঘ এবং কাতুলী গ্রামের মারীয়া সংঘের মোট ৭০ জন সদস্যা পবিত্র খ্রিস্টযাগ ও অর্ধদিবসব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ধন্যা কুমারী মারীয়ার জন্মোৎসব উদযাপন করেন। পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার শিশির নাতালে গ্রেগরী।
খ্রীষ্টযাগের পর ধর্মপল্লীর হলরূমে শুরু হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধন নৃত্য পরিবেশন করেন কাতুলী গ্রামের মায়েরা। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সহকারী পাল-পুরোহিত ফাদার উত্তম রোজারিও। এরপর কুমারী মারীয়ার জন্মদিন উপলক্ষে কেক কাটা এবং নৃত্য, গীত, অভিনয়, কবিতা আবৃত্তি প্রভৃতি চলতে থাকে। পাল-পুরোহিত মহোদয়ের ধন্যবাদ বক্তব্য এবং দুপুরের আহারের মধ্য দিয়ে অর্ধদিবসব্যাপী এই অনুষ্ঠান সমাপ্ত হয়।

সাধু ভিনসেন্ট ডি’পলের পর্ব উদযাপন

গত ২৭ সেপ্টেম্বর ২০২৪, রোজ: শুক্রবার পবিত্র খ্রিস্টযাগ ও সারাদিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে মথুরাপুর ধর্মপল্লীর এসভিপি সোসাইটি/আন্দোলনের সদস্য-সদস্যাগণ তাদের প্রতিপালক সাধু ভিনসেন্ট ডি’পলের পর্বদিবস পালন করেন। দিবসের শুরুতেই পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার শিশির নাতালে গ্রেগরী। খ্রিস্টযাগের উপদেশে তিনি বলেন: “সাধু ভিনসেন্ট ডি’পল আর্তমানবতার সেবায় তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তিনি সকল ভিনসেন্সসিয়ানের জন্য এক আদর্শ ব্যক্তিত্ব। তাঁর আদর্শে মানব সেবায় নিজের জীবন উৎসর্গ করে আমরা প্রত্যেকেই আদর্শ খ্রিস্টানুসারী হতে পারি।”

পবিত্র খ্রিস্টযাগের পর পারষ্পরিক শুভেচ্ছা বিনিময়, রোগী বাড়িতে রোগীদের সাথে সাক্ষাৎ, প্রার্থনা ও উপহার প্রদান এবং দুপুরে বিশেষ প্রর্থনানুষ্ঠান, সোসাইটির কার্যকরী পরিষদের নির্বাচন (মনোনয়নের মাধ্যমে), সাংস্কৃতিক অনুষ্ঠান, ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ ও মধ্যাহ্ন ভোজের মাধ্যমে দিবসের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

সেন্ট রীটাস্ হাই স্কুলে বিদ্যালয় দিবস উদযাপন

গত ২৮ সেপ্টেম্বর ২০২৪, রোজ: শনিবার মথুরাপুর ধর্মপল্লীর অন্তর্গত সেন্ট রীটাস্ হাই স্কুলে সারা দিন ব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে মহাসমারোহে বিদ্যালয় দিবস উদ্যাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মথুরাপুর ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার শিশির নাতালে গ্রেগরী এবং প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে মি: সেবাস্টিয়ান রোজারিও, নির্বাহী পরিচালক, কারিতাস বাংলাদেশ এবং মি: যোয়াকিম গমেজ।

সভাপতি ও অতিথিদের শুভেচ্ছা প্রদান, আসন গ্রহণ, জাতীয় সংগীত পরিবেশন ও ধর্মীয় গ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রদ্ধেয়া সিস্টার মেরী খ্রীষ্টেল, এসএমআরএ। দিবসের বিবিধ কর্মসূচীর মধ্যে ছিল: সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রধান অতিথি ও সভাপতি মহোদয়ের বক্তব্য, রম্য বিতর্ক এবং প্রীতি ভোজ। বিদ্যালয়ের প্রাথমিক ও হাই স্কুল শাখার সর্বমোট ১৪৩০ জন শিক্ষার্থী ও ৩৯ জন শিক্ষকের সক্রিয় অংশগ্রহণে দিবসের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার :  ফাদার উত্তম রোজারিও

Please follow and like us: