গত ২ মে ২০১৯ খ্রী: মুশরুইল ধমপল্লীতে অনুিষ্ঠত হল মধ্য ভিকারিয়ায় সেবারত ফাদার -সিস্টারদের পাস্কা পুনরমিলনি ও সহভাগিতা অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মুলসুর ছিলো -“নিবেদিত জীবনে মঙ্গলবাণীর নবপ্রচারে আমাদের আনন্দ। ” এই মুলসুরের উপর সহভাগিতা করেন মন্সিনিয়র মাসেল তপ্ন এবং এম্মাউসের যাত্রা পথে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা এই বিষয় এর উপর সহভাগিতা করেন ফাদার কালো দত্তি, পিমে। এছাড়াও ছিলো উন্মুক্ত পালকিয় সেবা কাজের সহভাগিতা। এই পাস্কা পুনরমিলনি অনুষ্ঠানে মোট ২৫ জন ফাদার সিস্টার ও ব্রাদার উপস্থিত ছিলেন।
Please follow and like us: