সাধু ইউজিন গির্জা, লক্ষণপুর ধর্মপল্লীতে ২৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রোজ শনিবার তারিখে বিশেষ পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে কয়েকজন পুরুষ ও নারী খ্রিস্টভক্তকে বাণীপাঠক ও বেদীসেবক সেবার দায়িত্ব প্রদান করা হয়। এই বিশেষ পবিত্র খ্রিস্টযাগে ধর্মপল্লীর অন্যান্য খ্রিস্টভক্তগণও যোগদান করেন এবং বাণীপাঠক ও বেদীসেবকদের জন্য প্রার্থনা করেন। এই দিনটি ধর্মপল্লীর জন্য অত্যন্ত আনন্দের দিন ছিল।
পবিত্র খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন শ্রদ্ধেয় ফাদার শ্যামল গমেজ এবং তার সাথে থাকেন ফাদার সমর দাংগ, ও.এম.আই. এবং ফাদার নিরশ রাঙ্গানা পেরেরা, ও.এম.আই.। শ্রদ্ধেয় ফাদার শ্যামল গমেজ খ্রিস্টযাগের সময় বিশেষ ভাবে বাণীপাঠক ও বেদীসেবকদের উদ্দেশ্যে মণ্ডলিতে তাদের ভূমিকার উপর সহভাগিতা রাখেন। তিনি বলেন; বাণীপাঠকগণ যেন প্রতিদিন বাইবেল পড়েন এবং ঈশ্বরের বাণী নিয়ে ধ্যান করেন। আর এই ভাবে তারা নিজেরাই জীবনের আদর্শের দ্বারা ঈশ্বরের বাণী হয়ে উঠতে চেষ্টা করেন। বেদীসেবকগণ পবিত্র খ্রিস্টযাগে ও অন্যান্য উপাসনায় যাজকদের ও ডিকনদের সহযোগিতা করেন। তারা যেন সর্বদা প্রার্থনাশীল ও পবিত্র মানুষ হয়ে উঠতে চেষ্টা করেন। এটি ঈশ্বরের আহ্বান এবং তিনিই মনোনীত করেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাঃ সমর দাংগ ও.এম.আই.