“যৌবনকাল হল জীবনের সর্বশ্রেষ্ঠ সময়। এ সময় ঐশবিশ্বাস, ভক্তি ও ভালবাসায় জীবনকে গড়ে তুলতে হয়। নানামূখী জ্ঞান ও প্রতিভার বিকাশ করে দেশ, সমাজ, পরিবার তথা মানবের কল্যাণে জীবন উৎসর্গ করার মধ্য দিয়েই যুবরা নিজেদের জীবনকে সার্থক, সুন্দর ও সফল করতে পারে”- গত ২০ অক্টোবর ২০২৪ তারিখে মথুরাপুর ধর্মপল্লীতে উদযাপিত যুব দিবস-এর প্রধান বক্তব্যে এই কথাগুলো উল্লেখ করেন ফাদার শংকর ডমিনিক গমেজ।

৬ষ্ঠ শ্রেণী থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মোট ৮৮ জন কিশোর-কিশোরী ও যুবাদের নিয়ে গত ২০ অক্টোবর ২০২৪ তারিখে মথুরাপুর ধর্মপল্লীতে যুব দিবস উদযাপন করা হয়। দিবসের মূলসুর ছিল: যুব জীবনে মিলন সাধনা: অন্তর্ভুক্তি ও সংহতি। খ্রিস্টযাগের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার শংকর ডমিনিক গমেজ।

খ্রিস্টযাগের পর শুরু হয় দিবসের মূল কার্যক্রম। উদ্বোধন প্রার্থনা, আসন গ্রহণ ও উদ্বোধনী নৃত্যের পর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার উত্তম রোজারিও। এরপর মূলসুরের উপর প্রধান বক্তব্য প্রদান করেন ফাদার শংকর ডমিনিক গমেজ। “তোমরা আশায় আনন্দিত হও”-এই বিষয়ের উপর বক্তব্য প্রদান করেন ফাদার উজ্জ্বল রিবেরু। যাজকীয় জীবনাহ্বানে সাড়া দান সম্পর্কে সহভাগিতা করেন ডিকন বিনেশ তিগ্যা।

বক্তব্যের পর্ব শেষ হলে ছেলে-মেয়েরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সর্বশেষে, ফাদার উত্তম রোজারিও সবাইকে ধন্যবাদ দিয়ে দিবসের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা প্রদান করেন।

বরেন্দ্রদূত রিপোর্টার : দিগন্ত গমেজ

Please follow and like us: