গত ২০ মে ২০১৯ খ্রিস্টাব্দে, উত্তম মেষপালক কাথিড্রাল ধর্মপল্লীতে মধ্য ভিকারিয়ার ৭ টি ধর্মপল্লী থেকে ১৭৬ জন শিশু ও এ্যানিমেটর নিয়ে সারাদিন ব্যাপী অতি জাকজমক ও আনন্দপূর্ণ ভাবে শিশু সমাবেশ ও শিশুমঙ্গল দিবস উদযাপন করা হয়। মূলভাব ছিল “যীশুতে শিশুর আনন্দ”। দিনের শুরুতে শিশু, এ্যানিমেটর, ফাদার ও সিস্টারসহ আনন্দ শোভাযাত্রা করা হয়। পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ও কাথিড্রাল ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার পল গমেজ। ফাদার তাঁর বাণী সহভাগিতায় বলেন, যীশুর ১২ জন শিষ্য ছিল, পবিত্র বাইবেলে যীশুর শিশু শিষ্য হওয়ার কথা কোথাও উল্লেখ নেই; তবে যীশু শিশুদের বিশেষ স্নেহের চোখে দেখতেন ও ভালবাসতেন। তাই যীশু শিশুদের অন্তরের সরলতাকে স্বর্গরাজ্যে প্রবেশের সঙ্গে তুলনা করেছেন। পবিত্র খ্রিস্টযাগের পর শিশুদের অংশগ্রহণে প্রার্থনা, ছবি আঁকা, ছবি রং করা ও বাইবেল ভিত্তিক নাটিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অতঃপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের আনন্দ নিয়ে যীশুতে ভরসা করে শিশু সমাবেশ ও শিশুমঙ্গল দিবস এর সমাপ্ত করা হয়।
মধ্য ভিকারিয়ায় শিশুমঙ্গল দিবস উদযাপন
Please follow and like us: