সংবাদদাতা: এলিও মার্ডী
আভে মারীয়া ধর্মপল্লী গুল্টাতে ধর্মপ্রদেশীয় যুব ক্রুশ স্থাপন করা হয়েছে। যুব ক্রুশ স্থাপন অনুষ্ঠানে ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার কার্লো বুজ্জি বলেন, এই ক্রুশ নিয়ে ধর্মপল্লীর প্রতিটি গ্রামে যাত্রা করা হবে। তিনি বক্তব্যে জনগণকে ক্রুশের কাছে এসে প্রার্থনা করতে উৎসাহ প্রদান করেন।
২৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই যুব ক্রুশ স্থাপন করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুল্টা ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার কার্লো বুজ্জি, রাজশাহী ধর্মপ্রদেশের যুব কমিশনের যুব সমন্বয়কারী ফাদার শ্যামল জেমস্ গমেজ, বিসিএসএমের চ্যাপলেইন ফাদার প্রশান্ত আইন্দ, রাজশাহী যুব কমিশনের পক্ষে ৩ জন এনিমেটর ও ভলেন্টিয়ারগণ। গুল্টা ধর্মপল্লীর সিস্টারসহ ৬টি গ্রাম থেকে আগত খ্রিস্টভক্তগণও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
যুব কমিশন কি, যুব দিবস কেন পালন করা হয় এবং যুব ক্রুশ সম্পর্কে সকলকে ধারণা প্রদান করে ফাদার প্রশান্ত আইন্দ বলেন, যুব ক্রুশ হলো আমাদের হৃদয়ের স্পন্দন। যুবদের যুব ক্রুশের নিকটে আসা দরকার। আর তা করতে পারলে জীবনের আমূল পরিবর্তন আসবে। বক্তব্য শেষে জাতীয় যুব দিবস এবং ধর্মপ্রদেশীয় যুব দিবসের কার্যক্রমের উপরে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
পবিত্র খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ধর্মপ্রদেশীয় যুব কমিশনের যুব সমন্বয়কারী ফাদার শ্যামল জেমস্ গমেজ। তিনি পবিত্র খ্রিস্টযাগে এই ধর্মপল্লীতে যুব ক্রুশ আনার কারণ, এর তাৎপর্য, কিভাবে এই যুব ক্রুশের কাছে গিয়ে ভক্তি-শ্রদ্ধা জ্ঞাপন করা হবে এবং এই ক্রুশ নিয়ে যাত্রা করার বিষয়ে উপদেশ প্রদান করেন।