সংবাদদাতা: সিস্টার শোভা দাস, সিআইসি
চাঁদপুকুর ধর্মপল্লীতে সেন্ট পলস্ হাইস্কুলের প্রতিপালকের পর্ব পালন এবং নবীন বরণ অনুষ্ঠিত হয়। ২৫ জানুয়ারি এই অনুষ্ঠানে স্কুলের সভাপতি ফাদার বাবলু কোড়াইয়া, সহকারী পাল পুরোহিত ফাদার মাইকেল হাঁসদা, ছাত্র-ছাত্রী, শিক্ষকমণ্ডলী ও সিস্টারগণ উপস্থিত ছিলেন।
পর্বীয় খ্রিস্টযাগের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। বিদ্যালয় প্রাঙ্গণে সাধু পৌলের প্রতিকৃতিতে ফুলের মালা প্রদানের মধ্য দিয়ে ছিলো শ্রদ্ধা নিবেদন। এরপর ফুলের শুভেচ্ছায় অতিথি ও নবীন ছাত্র-ছাত্রীদেরকে বরণ করা হয়। বিদ্যালয়ের সভাপতি ফাদার বাবলু কোড়াইয়া সাধু পৌলের কর্ম জীবন ও মন পরিবর্তনের কথা উল্লেখ করে বলেন, আমাদের প্রত্যেককে হতে হবে আলোকিত মানুষ। যেন আমরা সারা পৃথিবীতে সাধু পৌলের মত যিশুর আলো জ্বালাতে পারি।
প্রধান শিক্ষিকা সিস্টার শোভা দাস, সিআইসি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বছরের শুরু থেকে তোমরা মনোযোগের সাথে পড়াশুনা করবে; যেন ভালো মানুষ হয়ে উঠতে পার।