সংবাদদাতা: অজয় মুর্মু

দীক্ষাস্নাত প্রত্যেকে যিশুর মতো নিবেদিত। আমাদের নিবেদিত জীবনটা অনেক মূল্যবান। আজকে যারা হস্তার্পন ও প্রথম কম্যূনিয়ন সংস্কার গ্রহণ করছে তারাও ঈশ্বরের বলবান সৈনিক ও প্রচারক হবার জন্য নিবেদিত। সুরশুনিপাড়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত প্রভু নিবেদন পর্ব উদযাপনের খ্রিস্টযাগের উপদেশে বিশপ জের্ভাস এই কথা বলেন।

২ ফেব্রুয়ারী প্রভু নিবেদন পর্বদিনের খ্রিস্টযাগে ফাদার, সিস্টার, খ্রিস্টভক্ত, একশত আঠারো জন প্রথম কম্যূনিয়ন এবং একশত চারজন হস্তার্পণ সংস্কার গ্রহণ করে। আগের দিন বিকালে বিভিন্ন গ্রাম থেকে প্রার্থীরা ধর্মপল্লীতে এসে উপস্থিত হয়। তাদের প্রস্তুতির জন্য ছিলো ধর্মক্লাস এবং সন্ধ্যায় পাপস্বীকার সংস্কার অনুষ্ঠান।

পর্বের দিন বিশপকে সাঁন্তালী কৃষ্টি অনুসারে দাঁড়াম এবং পা ধৌতকরণের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর অনুষ্ঠিত হয় পর্বীয় খ্রিস্টযাগ। খ্রিস্টযাগের পর পরই বিদায়ী দু’জন ফাদারকে ধন্যবাদ এবং নবাগত দু’জন ফাদারকে ধর্মপল্লীতে বরণ করে নেওয়া হয়। এছাড়াও সুরশুনিপাড়ার ছিয়াত্তরটি গ্রামের ইতিহাস সম্বলিত ‘নিবেদন’ নামক একটি বই প্রকাশ করা হয়।

ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার প্রদীপ কস্তা বলেন, প্রতি বছর সুরশুনিপাড়া ধর্মপল্লীতে ‘প্রভু নিবেদন পর্ব’ বেশ জাঁকজমক ও আনন্দের সাথে পালন করা হয়। আর এই বছরের পর্ব একটু ব্যতিক্রম। সুরশুনিপাড়া ধর্মপল্লীতে খ্রিস্টবাণী প্রচারের ইতিহাসকে মলাটবদ্ধ করে ‘নিবেদন’ নামক বই প্রকাশ করা হয়েছে। আর এই বইটি ইতিহাসের একটি জীবন্ত দলিল হয়ে থাকবে। সুরশুনিপাড়া ধর্মপল্লীর পরবর্তী প্রজন্ম তাদের ইতিহাস এই বই থেকে জানতে পারবে।

খ্রিস্টযাগের পর সুরশুনিপাড়ার যুবকদের আয়োজনে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে গোদাগাড়ি উপজেলার ভূমি নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Please follow and like us: