সংবাদদাতা: ফাদার শেখর ফ্রান্সিস কস্তা

ক্যাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পালকীয় কর্মশালা। রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপালের পালকীয় পত্র ২০২৪ খ্রিস্টাব্দের মূলভাব “মিলন সাধনা: অন্তর্ভুক্তি ও সংহতি” ছিলো এই পালকীয় কর্মশালার মূলভাব। ১৪ ফেব্রুয়ারি পালকীয় কর্মশালায় উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার ফাবিয়ান মারাণ্ডী, ফাদার শেখর ফ্রান্সিস কস্তা, ফাদার লিটন কস্তা ও পালকীয় পরিষদের সদস্য-সদস্যাসহ ধর্মপল্লীর গ্রাম থেকে আগত প্রতিনিধিগণ।

কর্মশালার শুরুতে বাণী পাঠ এবং রাজশাহী ধর্মপ্রদেশের পালকীয় কর্মশালাত্তোর প্রার্থনাটি আবৃত্তি করা হয়। পালপুরোহিত ফাদার ফাবিয়ান মারাণ্ডী স্বাগত বক্তব্যে বলেন, আজকের এই সভাটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঈশ্বরের বাণী আমরা শুনেছি, খ্রিস্টের দেহরূপ এই মণ্ডলী যা একটা উপমা, আর আমরা মনেপ্রাণে বিশ্বাস করি যিশু খ্রিস্ট আমাদের মস্তক স্বরূপ। আমরা যারা আছি সবাই তার অঙ্গপ্রতঙ্গ। মণ্ডলীকে সতেজ ও সক্রিয় রাখার জন্য আমাদের সবাইকে যার যার দায়িত্ব পালন করতে হবে। আজকের যে মূলভাব রয়েছে তা নিয়ে বিগত বছর আমরা ধ্যান করেছি। আর এই মূলভাবটি পরিষ্কার ফুটে উঠেছে আপনাদের অংশগ্রহণের মধ্য দিয়ে।

কর্মশালায় সমাজ ও মাণ্ডলিকভাবে অবৈধ দম্পতিদের বৈধকরণ, ধর্মপল্লীর পালকীয় পরিষদসহ অন্যান্য সংঘ সক্রিয় ও জোরদারকরণ, খ্রিস্টিয় বিশ্বাস বৃদ্ধি এবং পরিবার পরিদর্শন ও উপাসনায় অংশগ্রহণ বৃদ্ধি বিষয়ক আলোচনা করা হয়। এছাড়াও আসন্ন প্রায়শ্চিত্তকালীন আধ্যাত্মিক প্রস্তুতির বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় যে, প্রতিটি গ্রামে প্রতিদিন বাড়ি বাড়ি ক্রুশের পথ, ত্যাগ ও সেবার দান সংগ্রহ এবং পাপস্বীকার সংস্কার গ্রহণের জন্য গ্রামের সকলকে উৎসাহিত করা হবে।

Please follow and like us: