সংবাদদাতা: মন্দিরা এক্কা ও অজয় জেরম মুর্মু
“যুবারা আশার তীর্থযাত্রী” মুলসুরকে কেন্দ্র করে ময়মনসিংহ ধর্মপ্রদেশের উৎরাইল, বিরিশিরিতে অবস্থিত ডন বস্কো স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো জাতীয় যুব দিবস। ২৬ ফেব্রুয়ারী থেকে ২ মার্চ অনুষ্ঠিত যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্চবিশপ বিজয় এন.ডি’ক্রুজ, ওএমআই, বাংলাদেশে নিযুক্ত ভাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ ক্যাভিন র্যাণ্ডাল, বিশপ পল পনেন কুবি, সিএসসি, বিশপ সুব্রত বনিফাস গমেজ, চেয়ারম্যান, এপিসকপাল যুব কমিশন, ফাদার-সিস্টার এবং পাঁচশত যুবক-যুবতী। রাজশাহী ধর্মপ্রদেশের ফাদার-সিস্টারসহ সাতচল্লিশ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন।
উদ্বোধনী দিনে ভোরের ঠাণ্ডা মৃদু হাওয়ার সাথে সাথে একে একে সকল ধর্মপ্রদেশের যুবারা প্রবেশ করতে থাকে। ময়মনসিংহ ধর্মপ্রদেশের যুবারা সকলকে তাদের কৃষ্টি-সংস্কৃতির আলোকে বরণ করে নেয়। এরপর পতাকা উত্তোলন, জাতীয় যুব দিবসের লোগোর ব্যাখ্যা ও লোগো উন্মোচনের মধ্য দিয়ে শুরু হয় যুব দিবসের কার্যক্রম। “যুবারা আশার তীর্থযাত্রী” মূলভাবের আলোকে আলোচনা করেন আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ।
দ্বিতীয় দিন খ্রিস্টযাগ উৎসর্গ করেন আর্চবিশপ বিজয় এন, ডি’ক্রুজ, ওএমআই। এরপরে ছিলো ধর্মপ্রদেশ ভিত্তিক নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতিতে সজ্জিত হয়ে বর্ণাঢ্য যুবর্যালী ও কবুতর অবমুক্তকরণ। যুব দিবসের বিভিন্ন কার্যক্রমের মধ্যে ছিলো বিষয়ভিত্তিক ক্লাস। বিশেষ করে ইয়ুথ কাউন্সিলিং: ভালবাসার ভাষা ও যুবাদের আশা, যুব জীবনে বাইবেল ও ধর্মশিক্ষা’র গুরুত্ব, কৃত্তিম বুদ্ধিমত্তা: সুবিধা, চ্যালেঞ্জ ও নৈতিক মূল্যবোধ, যুব উদ্যোক্তা গঠন ও উচ্চ শিক্ষায় ঢাকা ক্রেডিটের অবদানের ওপর বিভিন্ন ব্যক্তি সেশন পরিচালনা করেন।
সমাপনী খ্রিস্টযাগে পৌরহিত্য ও যুব দিবসের সমাপ্তি ঘোষণা করেন বিশপ জের্ভাস রোজারিও। ২০২৬ খ্রিস্টাব্দে রাজশাহী ধর্মপ্রদেশে যুব দিবস উদযাপিত হবে বলে রাজশাহী ধর্মপ্রদেশের নিকট যুব ক্রুশ হস্তান্তর করা হয়।