গত ১ থেকে ২ জুন ২০১৯ খ্রিস্টাব্দে, সুরশুনিপাড়া প্রভু নিবেদন ধর্মপল্লীতে মহাসমারহে উদযাপিত হলো ৫৩তম বিশ্ব যোগাযোগ দিবস। এবারের বিশ্ব যোগাযোগ দিবস এর মূলসুর ছিলো “আমরা পরস্পরের সাথে সম্পর্ক যুক্ত” (এফেসীয় ৪:২৫), সামাজিক নেটওয়ার্ক ভিত্তিক সমাজ থেকে মানবসমাজ”। উক্ত দিবসে মোট ৮৫ জন কলেজ,বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করে। ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার আন্তনী হাঁস্দা প্রদীপ প্রজ্জলন করে বিশ্ব যোগাযোগ দিবস এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরপর শ্রদ্ধেয় ফাদার নিখিল গমেজ “গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের উপরে শিক্ষা দেন এবং গণমাধ্যমের ভাল ও মন্দদিক এবং আমাদের করণীয় সম্পর্কে আলোচনা করেন। অন্যদিকে শ্রদ্ধেয় ফাদার বাবলু কোড়াইয়া বিশ্ব যোগাযোগ দিবস উপলক্ষে পোপের বার্তার আলোকে সহভাগিতা করেন এবং পরবর্তীতে বাইবেল সোসাইটির সহায়তায় সকল ছাত্র-ছাত্রীদের হাতে পবিত্র বাইবেল তুলে দেওয়া হয়। এভাবেই সারা দিনব্যাপি আনন্দের সাথে পালিত হলো ৫৩ তম বিশ্ব যোগাযোগ দিবস।
৫৩তম বিশ্ব যোগাযোগ দিবস উদযাপন
Please follow and like us: