ফাদার সমর দাংগ, .এম.আই.

সাধু ইউজিন ধর্মপল্লী, লক্ষ্মণপুরে পালকীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ পালকীয় কর্মশালার বিষয়বস্তু ছিলো “মিলন সাধনা: অন্তর্ভূক্তি ও সংহতি”। ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে নির্বাচিত প্রতিনিধি, ধর্মপল্লী পরিচালনা পরিষদের সদস্য-সদস্যা ও গ্রামের প্রার্থনা পরিচালকগণ এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

পালকীয় মূলসুরের ওপর ধর্মপ্রদেশের ধর্মপালের পালকীয় পত্রটি ফাদার সমর দাংগ ও.এম.আই. ধর্মপল্লীর প্রতিটি গ্রামের খ্রিস্টভক্তদের জীবনের বাস্তবতার আলোকে সহভাগিতা রাখেন। সহভাগিতায় মূলসুর “মিলন সাধনা: অন্তর্ভূক্তি ও সংহতি”  বিষয়টি ব্যাখ্যা করেন এবং এর আলোকে ধর্মপল্লীর জন্য গৃহিত সিদ্ধান্তগুলো গ্রামে ও ধর্মপল্লীতে কিভাবে বাস্তবায়ন করা যায় সে লক্ষ্যে সকলকে উদ্ভুদ্ধ  করেন।

Please follow and like us: