সংবাদদাতা: ফাদার শ্যামল গমেজ

নয় দিনের নভেনা, পাপস্বীকার সাক্রামেন্ত, আলোর অনুষ্ঠানের মধ্য দিয়ে গভীর উৎসাহ ও আধ্যাত্মিকতায় ১৯ মার্চ উদযাপিত হলো
নাটোরের বনপাড়া ধর্মপল্লীর আওতাধীন কুমরুল গ্রামের গির্জার প্রতিপালক সাধু যোসেফের মহাপর্ব।

কুমরুল পাহাড়িয়া আদিবাসী খ্রিস্টভক্তদের নিজস্ব উদ্যোগে বুধবার দিনব্যাপী এই মহাপর্ব উৎসব পালন করা হয়।

বনপাড়া সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাদার শংকর ডমিনিক গমেজ পর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গ করেন। সহার্পিত খ্রিস্টযাগে আরো উপস্থিত ছিলেন বনপাড়া ধর্মপল্লীর সহকারী পাল পুরোহিত ফাদার শ্যামল জেমস গমেজ, পোপ ৬ষ্ঠ পল সেমিনারীর পরিচালক ফাদার সুরেশ পিউরীফিকেশন, ফাদার সানি কস্তা, এসজে, ফাদার রহিত মৃ, এসজে, ফাদার দীপক কস্তা, ওএমআই ও ফাদার বিশ্বনাথ মারান্ডীসহ অন্যান্য ব্রতধারিণীগণ।

কুমরুল আদিবাসী খ্রিস্টান গ্রামের প্রধান সলেমান বিশ্বাস, বাবু আলবিন বিশ্বাস ও দিলীপ বিশ্বাস গ্রামের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই মহাপর্ব উৎসবে আশেপাশের বিভিন্ন খ্রিস্টান ধর্মপল্লী থেকে ২ সহস্রাধিক খ্রিস্টভক্ত অংশ নেন।

Please follow and like us: