সংবাদদাতা: ফাদার প্লাবন রোজারিও,ওএমআই
‘যুবারা আশার তীর্থযাত্রী’ মূলসুরকে কেন্দ্র করে সাধু পৌলের ধর্মপল্লী, কাটাডাঙ্গায় অনুষ্ঠিত হলো প্রায়শ্চিত্তকালীন যুব সেমিনার। পাল পুরোহিত ফাদার কাজল লিনুস গমেজ, ওএমআই মূলসুরের ওপর উপস্থাপনা দেন। ফাদার তার সহভাগিতায় যুবক-যুবতীদের আরও বেশি আধ্যাত্মিক জীবনের ওপর জোর দিয়ে আশার মানুষ হয়ে উঠতে অনুপ্রাণিত করেন।
সিসিডিবি’র উপজেলা কো- অর্ডিনেটর স্টিভ রয় রুপন যুব নৈতিকতা, আদর্শ নেতৃত্ব এবং বর্তমান বাস্তবতায় যুবক-যুবতীদের করণীয় ও পেশাজীবন সম্পর্কে প্রাণবন্ত সহভাগিতা করেন।
দুপুরের আহার, বিকেলে পাপস্বীকার, ক্রুশের পথ ও খ্রিস্টযাগের মধ্য দিয়ে উক্ত সেমিনার সমাপ্ত হয়।
Please follow and like us: