সংবাদদাতা: লর্ড রোজারিও
আজ থেকে ১৮ বছর পূর্বে আমাকে যখন বিশপ পদে মনোনীত করা হয়েছিল তখন আমি ভয় ও নিজেকে অযোগ্য মনে করেছি কিন্তু ঈশ্বরে ভরসা রেখেছি। ১৮ বছর পর এসে উপলব্ধি করছি ঈশ্বর আমাকে এবং রাজশাহী ধর্মপ্রদেশকে প্রচুর পরিমাণে আশির্বাদ করেছেন, যার কারণে রাজশাহী ধর্মপ্রদেশ আজ সুন্দরভাবে চলছে। আজকের এই দিনে সবাই আমার জন্য প্রার্থনা করবেন যেন আপনাদের প্রত্যাশা অনুযায়ী নিজেকে আরো বেশি গঠন করতে পারি। রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল জের্ভাস রোজারিও ১৮তম বিশপীয় অভিষেক বার্ষিকীতে একথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল, চ্যান্সেলর, অন্যান্য ফাদার, বিভিন্ন সম্প্রদায়ের সিস্টার, কারিতাস ও ওয়ার্ল্ড ভিশনের নিমন্ত্রিত প্রায় ৯০ জন খ্রিস্টভক্ত। বিকালে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে খ্রিস্টযাগ ও বিশপকে শুভেচ্ছা জানানো হয়।
সবার পক্ষে ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডী বলেন, বিশপ মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে আমরা অনেক ভালোভাবে এগিয়ে যাচ্ছি; আশা করি ভবিষ্যতেও তিনি উত্তম মেষপালকের ন্যায় আমাদের যত্ন নিবেন।
কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য বলেন, আমরা আজকের এই দিনে মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই আমাদের ধর্মপ্রদেশের জন্য একজন যোগ্য বিশপকে দেওয়ার জন্য। বিশপ মহোদয়ের সুদীর্ঘ জীবন কামনা করি।