oগত ২৭ জুন ২০১৯ খ্রিস্টাব্দে, রাজশাহী ধর্মপ্রদেশের সবচেয়ে পুরোনো ও ঐতিহ্যবাহী আন্ধারকোঠা ধর্মপল্লী ‘নিত্য সাহায্যকারিণী মা-মারীয়ার ধর্মপল্লীতে মহাসমারোহে পর্ব উৎসব উদযাপন করা হয়। এই পর্ব উপলক্ষে আধ্যাত্মিক প্রস্তুতি স্বরূপ সন্ধ্যায় পাপ-স্বীকার এবং তিন দিনের নভেনা ও পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করা হয়। আগের দিন সন্ধ্যায় কুমারী মারীয়ার মূর্তি নিয়ে জপমালা প্রার্থনাসহ আলোক শোভাযাত্রা এবং পরে পবিত্র খ্রিস্টযাগ ও নভেনা প্রার্থনা করা হয়। পর্বের দিন সকালে শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও এবং ফাদার-সিষ্টারগণকে আদিবাসী কৃষ্টিতে নাচ, গান, পা-ধোয়ানো ও ফুলের মালা পরানোর মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গ করেন রাজশাহী ধর্মপ্রদেশের শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও এবং তার সাথে ছিলেন ৮ জন যাজক। বিশপ তাঁর বাণী সহভাগিতায় বলেন, ‘মা’র কাছে আমরা যেমন আমাদের সব প্রয়োজন বলি এবং মা চেষ্টা করেন তা পূরণ করার জন্য; ঠিক তেমনি ভাবে মা-মারীয়ার কাছেও আমরা যখন আমাদের সব প্রয়োজন তুলে ধরি তখন তিনি তাঁর পুত্র যীশুর সাহায্যে তা পূরণ করতে চেষ্টা করেন।’ ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত অনেক খ্রিস্টভক্তগণ উপস্থিত ছিলেন। পরে বিকালে বিবাহিত বনাম অ-বিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল খেলার মাধ্যমে পর্বদিনের কার্যক্রম সমাপ্ত হয়।

Please follow and like us: